পাকিস্তানের বিশ্বকাপ দলে ৬ পেসার চান ইউসুফ
পাকিস্তান দলে এখন রয়েছে একঝাঁক পেসার। দেশটির বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। দলে রয়েছেন নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের মতো পেসার। তাদের নিয়েই বিশ্বকাপ দল সাজাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন, বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন— ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন, এ দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন।
বৃহস্পতিবার লাহোরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।
ইউসুফ বলেন, পেস বোলিংয়ে আমাদের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে— ইহসানউল্লাহ, জামান খান। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।
পাকিস্তান দলে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজের মতো বিশ্বমানের তিনজন অলরাউন্ডার আছে। তাদের নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল সাজানো সহজ হবে বলে বিশ্বাস ইউসুফের। পাকিস্তানের ফিল্ডারদেরও প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তানের বিশ্বকাপ দলে ৬ পেসার চান ইউসুফ
স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ১৫:৩৯:৪২ | অনলাইন সংস্করণ
পাকিস্তান দলে এখন রয়েছে একঝাঁক পেসার। দেশটির বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। দলে রয়েছেন নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের মতো পেসার। তাদের নিয়েই বিশ্বকাপ দল সাজাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন, বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন— ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন, এ দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন।
বৃহস্পতিবার লাহোরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।
ইউসুফ বলেন, পেস বোলিংয়ে আমাদের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে— ইহসানউল্লাহ, জামান খান। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।
পাকিস্তান দলে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজের মতো বিশ্বমানের তিনজন অলরাউন্ডার আছে। তাদের নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল সাজানো সহজ হবে বলে বিশ্বাস ইউসুফের। পাকিস্তানের ফিল্ডারদেরও প্রশংসা করেছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023