নিজেকে ‘গ্রেটেস্ট’ বলতে নারাজ জোকার
ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে সরাসরি সেটে হারিয়ে ইতিহাসের নতুন চূড়ায় উঠে যান নোভাক জোকোভিচ।
রাফায়েল নাদালকে (২২)ছাড়িয়ে পুরুষ এককে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এখন জোকোভিচের।
সোমবার প্রকাশিত এটিপি র্যাংকিংয়েও কার্লোস আলকারাজকে সিংহাসনচ্যুত করে শীর্ষে ফিরেছেন ৩৬ বছর বয়সি সার্বিয়ান টেনিস সম্রাট। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি ৩৮৮ সপ্তাহ র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ড জোকোভিচের।
চোটের কারণে ফরাসি ওপেনে খেলতে না পারা নাদাল ১২১ ধাপ পিছিয়ে ১৩৬ নম্বরে নেমে গেছেন।
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা,সবচেয়ে বেশিদিন র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ড, চারটি গ্র্যান্ড স্লামের সবকটি অন্তত তিনবার করে জেতা একমাত্র খেলোয়াড় সব মিলিয়ে জোকোভিচকে এখন সর্বকালের সেরা বলাই যায়। তবে সংখ্যার বিচারে সবাইকে ছাড়িয়ে গেলেও নিজের মুখে নিজেকে ‘গ্রেটেস্ট’ বলতে নারাজ জোকার।
সর্বকালের সেরা বাছাইয়ের কাজটা অন্যদের ওপর ছেড়ে দিয়ে বিনয়ী জোকোভিচ বলেছেন, ‘আমি আমার নিজের ইতিহাস লিখছি। নিজেকে আমি গ্রেটেস্ট বলতে চাই না। কারণ, এতে বিভিন্ন যুগের গ্রেট চ্যাম্পিয়নদের অসম্মান করা হবে। তারা প্রত্যেকেই তাদের সময়ে আলাদা ছাপ রেখে গেছেন। সর্বকালের সেরার আলোচনাটা অন্যদের ওপর ছেড়ে দিতে চাই। তবে নিজের ওপর ভরপুর আস্থা ও বিশ্বাস আছে আমার। জানি আমি কী, আমার কী আছে, আমি কী করতে পারি।’
মেয়েদের টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড মার্গারেট কোর্টের। উইম্বলডন ও ইউএস ওপেন জিতে এ বছরই তাকে ছাড়িয়ে যেতে পারেন জোকোভিচ। সেদিকেই চোখ সার্বিয়ান মহাতারকার, ‘২৫টি গ্র্যান্ড স্লাম? কেন নয়! আমার যাত্রা এখনো শেষ হয়নি।’
নিজেকে ‘গ্রেটেস্ট’ বলতে নারাজ জোকার
স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৩, ২২:২৮:৩৯ | অনলাইন সংস্করণ
ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে সরাসরি সেটে হারিয়ে ইতিহাসের নতুন চূড়ায় উঠে যান নোভাক জোকোভিচ।
রাফায়েল নাদালকে (২২)ছাড়িয়ে পুরুষ এককে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এখন জোকোভিচের।
সোমবার প্রকাশিত এটিপি র্যাংকিংয়েও কার্লোস আলকারাজকে সিংহাসনচ্যুত করে শীর্ষে ফিরেছেন ৩৬ বছর বয়সি সার্বিয়ান টেনিস সম্রাট। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি ৩৮৮ সপ্তাহ র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ড জোকোভিচের।
চোটের কারণে ফরাসি ওপেনে খেলতে না পারা নাদাল ১২১ ধাপ পিছিয়ে ১৩৬ নম্বরে নেমে গেছেন।
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা,সবচেয়ে বেশিদিন র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ড, চারটি গ্র্যান্ড স্লামের সবকটি অন্তত তিনবার করে জেতা একমাত্র খেলোয়াড় সব মিলিয়ে জোকোভিচকে এখন সর্বকালের সেরা বলাই যায়। তবে সংখ্যার বিচারে সবাইকে ছাড়িয়ে গেলেও নিজের মুখে নিজেকে ‘গ্রেটেস্ট’ বলতে নারাজ জোকার।
সর্বকালের সেরা বাছাইয়ের কাজটা অন্যদের ওপর ছেড়ে দিয়ে বিনয়ী জোকোভিচ বলেছেন, ‘আমি আমার নিজের ইতিহাস লিখছি। নিজেকে আমি গ্রেটেস্ট বলতে চাই না। কারণ, এতে বিভিন্ন যুগের গ্রেট চ্যাম্পিয়নদের অসম্মান করা হবে। তারা প্রত্যেকেই তাদের সময়ে আলাদা ছাপ রেখে গেছেন। সর্বকালের সেরার আলোচনাটা অন্যদের ওপর ছেড়ে দিতে চাই। তবে নিজের ওপর ভরপুর আস্থা ও বিশ্বাস আছে আমার। জানি আমি কী, আমার কী আছে, আমি কী করতে পারি।’
মেয়েদের টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড মার্গারেট কোর্টের। উইম্বলডন ও ইউএস ওপেন জিতে এ বছরই তাকে ছাড়িয়ে যেতে পারেন জোকোভিচ। সেদিকেই চোখ সার্বিয়ান মহাতারকার, ‘২৫টি গ্র্যান্ড স্লাম? কেন নয়! আমার যাত্রা এখনো শেষ হয়নি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023