নাসিরসহ ৮ জনের বিরুদ্ধে আইসিসির যে অভিযোগ
২০২১ সালে আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন বাংলাদেশ দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার নাসির হোসেন।
টুর্নামেন্টে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে তিনি উপহার নিয়েছেন এমন অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসির হোসেন দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।
নাসির এবং শাদাব ছাড়া বাকি সবাইকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ১৪ দিন অভিযোগ খণ্ডনের সময় পাবেন তারা।
টি-টেন লিগের বিভিন্ন ম্যাচে দুর্নীতি করার অভিযোগ রয়েছে যে ৮ জনের বিরুদ্ধে-
১, কৃষান কুমার চৌধুরী একটি দলের সহ-মালিক। তার বিরুদ্ধে ২.৪.৫, ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভাঙ্গার অভিযোগ। দুর্নীতি দমন কমিশনকে যথাসময়ে তথ্য না দেওয়া, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
২. পরাগ সাঙ্গভি একটি দলের সহ-মালিক। তার বিরুদ্ধে ২.২.১ এবং ২.৪.৬ ধারা ভাঙ্গার অভিযোগ রয়েছে। ম্যাচের ফলাফল নিয়ে বাজি ধরার অভিযোগ আছে। তদন্তের বিষয়ে তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৩. আশার জাইদি ব্যাটিং কোচ। তার বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৪ ধারা ভঙ্গের অভিযোগ। ফিক্সিং করার চেষ্টার অভিযোগ। অন্য ক্রিকেটারকে অবৈধ সুযোগ সুবিধার লোভ দেখানোর অভিযোগ। তদন্তে সাহায্য না করার অভিযোগ।
৪. ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদের বিরুদ্ধে ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভাঙ্গার অভিযোগ। ফিক্সিং চেষ্টার অভিযোগ, নিয়ম ভেঙে কাউকে পুরস্কার দেওয়ার অভিযোগ, অনৈতিক কাজের লোভ দেখানোর অভিযোগ। এছাড়া তদন্তে সাহায্য না করার অভিযোগ।
৫. ঘরোয়া ক্রিকেটার সালিয়া সামানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৩ এবং ২.১.৪ ধারা ভঙ্গ, ম্যাচ ফিক্সিংসহ কাউকে অনৈতিক উপহার দেওয়ার অভিযোগ রেয়েছে।
৬. সহকারী কোচ সানি ঢিলনের বিরুদ্ধে ২.১.১, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করা, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকাসহ তদন্তে তথ্য না দেওয়ার অভিযোগ।
৭. বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকা ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করার অভিযোগ। ৭৫০ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করা। সেই উপহারের রশিদ কর্তৃপক্ষকে দেখাতে না চাওয়া।
৮. টিম ম্যানেজার শাদাব আহমেদের বিরুদ্ধে অভিযোগ ২.৪.৬ ধারা ভঙ্গ করা এবং তদন্তের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা না করার অভিযোগ।
নাসিরসহ ৮ জনের বিরুদ্ধে আইসিসির যে অভিযোগ
স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৫:২৫ | অনলাইন সংস্করণ
২০২১ সালে আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন বাংলাদেশ দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার নাসির হোসেন।
টুর্নামেন্টে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে তিনি উপহার নিয়েছেন এমন অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসির হোসেন দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।
নাসির এবং শাদাব ছাড়া বাকি সবাইকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ১৪ দিন অভিযোগ খণ্ডনের সময় পাবেন তারা।
টি-টেন লিগের বিভিন্ন ম্যাচে দুর্নীতি করার অভিযোগ রয়েছে যে ৮ জনের বিরুদ্ধে-
১, কৃষান কুমার চৌধুরী একটি দলের সহ-মালিক। তার বিরুদ্ধে ২.৪.৫, ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভাঙ্গার অভিযোগ। দুর্নীতি দমন কমিশনকে যথাসময়ে তথ্য না দেওয়া, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
২. পরাগ সাঙ্গভি একটি দলের সহ-মালিক। তার বিরুদ্ধে ২.২.১ এবং ২.৪.৬ ধারা ভাঙ্গার অভিযোগ রয়েছে। ম্যাচের ফলাফল নিয়ে বাজি ধরার অভিযোগ আছে। তদন্তের বিষয়ে তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৩. আশার জাইদি ব্যাটিং কোচ। তার বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৪ ধারা ভঙ্গের অভিযোগ। ফিক্সিং করার চেষ্টার অভিযোগ। অন্য ক্রিকেটারকে অবৈধ সুযোগ সুবিধার লোভ দেখানোর অভিযোগ। তদন্তে সাহায্য না করার অভিযোগ।
৪. ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদের বিরুদ্ধে ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভাঙ্গার অভিযোগ। ফিক্সিং চেষ্টার অভিযোগ, নিয়ম ভেঙে কাউকে পুরস্কার দেওয়ার অভিযোগ, অনৈতিক কাজের লোভ দেখানোর অভিযোগ। এছাড়া তদন্তে সাহায্য না করার অভিযোগ।
৫. ঘরোয়া ক্রিকেটার সালিয়া সামানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৩ এবং ২.১.৪ ধারা ভঙ্গ, ম্যাচ ফিক্সিংসহ কাউকে অনৈতিক উপহার দেওয়ার অভিযোগ রেয়েছে।
৬. সহকারী কোচ সানি ঢিলনের বিরুদ্ধে ২.১.১, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করা, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকাসহ তদন্তে তথ্য না দেওয়ার অভিযোগ।
৭. বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকা ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করার অভিযোগ। ৭৫০ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করা। সেই উপহারের রশিদ কর্তৃপক্ষকে দেখাতে না চাওয়া।
৮. টিম ম্যানেজার শাদাব আহমেদের বিরুদ্ধে অভিযোগ ২.৪.৬ ধারা ভঙ্গ করা এবং তদন্তের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা না করার অভিযোগ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023