এবার ছবি শেয়ার করে যে বার্তা দিলেন রিজওয়ান
সম্প্রতি এশিয়া কাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। এমনকি শ্রীলংকার কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ বলে হেরে যায় বাবর আজমের দল। এর পর দেশি-বিদেশি সংবাদমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে যে, এশিয়া কাপে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর নিজের ক্ষোভ ঝারেন অধিনায়ক বাবর।
খবরে আরও বলা হয়, পাক অধিনায়ক অনেক সিনিয়র খেলোয়ারের পারফরম্যান্সে অসন্তুষ্টি প্রকাশ করেন। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে, এতে কথা বলতে বাধ্য হন তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি দলনেতার উদ্দেশে বলেন, যেসব সিনিয়রের পারফরম্যান্স ভালো তাদের ব্যাপারে তিনি (বাবর) যেন ন্যায্য আচরণ করেন। এমনকি খবরে বলা হয়, শাহিন আফ্রিদির সঙ্গে নাকি বাবর আজমের উচ্চবাচ্যও হয়।
কিন্তু পরবর্তীতে পাকিস্তানের গণমাধ্যমগুলোই আবার খবর প্রকাশ করতে থাকে যে, পাকিস্তান দলের ড্রেসিং রুমের যেসব খবর বেরিয়েছে তা আসলে গুজব। এমনকি পাকিস্তানি খেলোয়াড়রাও এ নিয়ে মুখ খুলতে থাকেন।
এক্ষেত্রে প্রথমেই যাদের নিয়ে মূল আলোচনা, সেই বাবর ও শাহিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দলনেতার সঙ্গে একান্ত পারিবারিক পরিবেশে ক্যাপচার করা ছবিটি এক্স-এ (আগের টুইটার) পোস্ট করেন শাহিন নিজেই। ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি (পরিবার)’। অর্থাৎ সংবাদমাধ্যমে তাদের দুইজনকে নিয়ে যে ‘গল্প’ লেখা হয়, সেটাকে তিনি একটি ছবি ও এক শব্দের ক্যাপশনের মাধ্যমে উড়িয়ে দেন। বার্তা দেন যে, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, বরং তারা পরিবারের মতো।
ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, এবার একইভাবে ঐক্যের বার্তা দিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ছবি পোস্ট করে এই ঐক্য ও সংহতির শক্তিশালী বার্তা দিয়েছেন তিনি।
খবরে বলা হয়েছে, রিজওয়ান একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন, তাদের পাশে রয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা। পাকিস্তানি ক্রিকেটারদের বৃত্তাকারে ঘনিষ্ঠভাবে দাঁড়ানো ছবিটির মাধ্যমে রিজওয়ান নিজেদের মধ্যে সংহতির গুরুত্ব এবং অভিজ্ঞতা উদযাপনের উপর জোর দিয়েছেন। বিষয়টিকে আরও স্পষ্ট করতে তিনি একটি মর্মস্পর্শী উর্দু কবিতার কয়েকটি ছত্রও ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন।
ক্রিকেট পাকিস্তান বলছে, কবিতাটি অনুবাদ করলে মোটামুটি নিম্নরূপ অর্থ দাঁড়ায়- ‘এই পতাকার ছায়াতলে, আমরা এক। আমরা এক। আমরা আমাদের সুখ-দুঃখ ভাগাভাগি করি, আমরা এক।’
এবার ছবি শেয়ার করে যে বার্তা দিলেন রিজওয়ান
স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪:১১ | অনলাইন সংস্করণ
সম্প্রতি এশিয়া কাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। এমনকি শ্রীলংকার কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ বলে হেরে যায় বাবর আজমের দল। এর পর দেশি-বিদেশি সংবাদমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে যে, এশিয়া কাপে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর নিজের ক্ষোভ ঝারেন অধিনায়ক বাবর।
খবরে আরও বলা হয়, পাক অধিনায়ক অনেক সিনিয়র খেলোয়ারের পারফরম্যান্সে অসন্তুষ্টি প্রকাশ করেন। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে, এতে কথা বলতে বাধ্য হন তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি দলনেতার উদ্দেশে বলেন, যেসব সিনিয়রের পারফরম্যান্স ভালো তাদের ব্যাপারে তিনি (বাবর) যেন ন্যায্য আচরণ করেন। এমনকি খবরে বলা হয়, শাহিন আফ্রিদির সঙ্গে নাকি বাবর আজমের উচ্চবাচ্যও হয়।
কিন্তু পরবর্তীতে পাকিস্তানের গণমাধ্যমগুলোই আবার খবর প্রকাশ করতে থাকে যে, পাকিস্তান দলের ড্রেসিং রুমের যেসব খবর বেরিয়েছে তা আসলে গুজব। এমনকি পাকিস্তানি খেলোয়াড়রাও এ নিয়ে মুখ খুলতে থাকেন।
এক্ষেত্রে প্রথমেই যাদের নিয়ে মূল আলোচনা, সেই বাবর ও শাহিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দলনেতার সঙ্গে একান্ত পারিবারিক পরিবেশে ক্যাপচার করা ছবিটি এক্স-এ (আগের টুইটার) পোস্ট করেন শাহিন নিজেই। ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি (পরিবার)’। অর্থাৎ সংবাদমাধ্যমে তাদের দুইজনকে নিয়ে যে ‘গল্প’ লেখা হয়, সেটাকে তিনি একটি ছবি ও এক শব্দের ক্যাপশনের মাধ্যমে উড়িয়ে দেন। বার্তা দেন যে, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, বরং তারা পরিবারের মতো।
ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, এবার একইভাবে ঐক্যের বার্তা দিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ছবি পোস্ট করে এই ঐক্য ও সংহতির শক্তিশালী বার্তা দিয়েছেন তিনি।
খবরে বলা হয়েছে, রিজওয়ান একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন, তাদের পাশে রয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা। পাকিস্তানি ক্রিকেটারদের বৃত্তাকারে ঘনিষ্ঠভাবে দাঁড়ানো ছবিটির মাধ্যমে রিজওয়ান নিজেদের মধ্যে সংহতির গুরুত্ব এবং অভিজ্ঞতা উদযাপনের উপর জোর দিয়েছেন। বিষয়টিকে আরও স্পষ্ট করতে তিনি একটি মর্মস্পর্শী উর্দু কবিতার কয়েকটি ছত্রও ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন।
ক্রিকেট পাকিস্তান বলছে, কবিতাটি অনুবাদ করলে মোটামুটি নিম্নরূপ অর্থ দাঁড়ায়- ‘এই পতাকার ছায়াতলে, আমরা এক। আমরা এক। আমরা আমাদের সুখ-দুঃখ ভাগাভাগি করি, আমরা এক।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023