মিরপুুরে মোস্তাফিজের ফিফটি
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের শুরুতেই ছন্দে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করেন এই কাটার মাস্টার।
এদিন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে মোস্তাফিজের গতির মুখে পড়ে যায় সফরকারীরা।
পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন কাটার মাস্টার। মোস্তাফিজের শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৯ রান করার সুযোগ পান কিউই ওপেনার ফিন অ্যালান। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা।
এই দুই উইকেট শিকারের মধ্য দিয়ে মিরপুরে ওয়ানডেতে ৫০ উইকেট শিকারের কৃর্তী গড়েন মোস্তাফিজ। ২০১৫ সালে অভিষেকের পর থেকে এই মাঠে নিজের ২৬তম ওয়ানডেতে উইকেটের ‘ফিফটি’ পূর্ণ করেছেন মোস্তাফিজ।
এদিন ইনিংসের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া নিউজিল্যান্ড দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।
ভয়ঙ্কর হয়ে ওঠা উইল ইয়াং-নিকোলসের জুটির বিচ্ছেদ ঘটান মোস্তাফিজু রহমান। দ্য ফিজের তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৫৭ বলে ৪৪ রান করেন নিকোলস। তার বিদায়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।
৩৩.৪ ওভারে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৩৬ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তার আগে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ।ওয়ানডে ক্রিকেটে এনিয়ে ৯২ ম্যাচে ১৫৪টি উইকেট শিকার করেছেন ‘দ্য ফিজ’।
মিরপুুরে মোস্তাফিজের ফিফটি
স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২:১৫ | অনলাইন সংস্করণ
বিশ্বকাপের আগেনিউজিল্যান্ড সিরিজের শুরুতেইছন্দে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবারমিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করেন এই কাটার মাস্টার।
এদিন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেনিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমেইনিংসের শুরুতে মোস্তাফিজের গতির মুখে পড়ে যায় সফরকারীরা।
পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন কাটার মাস্টার। মোস্তাফিজের শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৯ রান করার সুযোগ পান কিউই ওপেনারফিন অ্যালান। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা।
এই দুই উইকেট শিকারের মধ্য দিয়ে মিরপুরে ওয়ানডেতে ৫০ উইকেট শিকারের কৃর্তী গড়েন মোস্তাফিজ।২০১৫ সালে অভিষেকের পর থেকে এই মাঠে নিজের ২৬তম ওয়ানডেতে উইকেটের ‘ফিফটি’ পূর্ণকরেছেন মোস্তাফিজ।
এদিন ইনিংসের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া নিউজিল্যান্ড দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।
ভয়ঙ্কর হয়ে ওঠা উইল ইয়াং-নিকোলসের জুটির বিচ্ছেদ ঘটান মোস্তাফিজু রহমান। দ্য ফিজের তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৫৭ বলে ৪৪ রান করেন নিকোলস। তার বিদায়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।
৩৩.৪ ওভারে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৩৬ রান। এরপরশুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তার আগে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ।ওয়ানডে ক্রিকেটে এনিয়ে ৯২ ম্যাচে ১৫৪টি উইকেট শিকার করেছেন ‘দ্য ফিজ’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023