‘গামিনির পক্ষে মিরাকল কিছু ঘটানো সম্ভব না’

 স্পোর্টস ডেস্ক 
২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৮ পিএম  |  অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে।  জয়ের সুবাস পাওয়া বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ। 

বৃহস্পতিবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নিউজিল্যান্ড। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা আর হয়নি। 

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ দলের কোচ নিক পোথাস বলেন, আমরা পিচকে রেট করছি না। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পিচ বড় জোর দুই ঘণ্টা রোদ খেয়েছে। আপনি এতে আর কি আশা করেন? এজন্য প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে দোষ দেওয়া যায় না। তার পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না। আমার মনে হয়েছে এই সময়ে তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন।

কোচ আরও বলেন, পরের ম্যাচের উইকেট ভিন্ন হতে পারে। এমন হলে দলের সমন্বয় ভিন্ন হতে পারে। লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে, গামিনি ও তার দল অসাধারণ কাজ করেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ঢাকা

২৫ সেপ্টেম্বর, ২০২৩