Logo
Logo
×

খেলা

শেষ ৬টি বিশ্বকাপে পাঁচটিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

শেষ ৬টি বিশ্বকাপে পাঁচটিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ৬টি বিশ্বকাপের মধ্যে ৫টিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

২০২২ সালের এপ্রিলে নারীদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 

গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে অস্ট্রেলিয়া। 

গত বছরের জুনে ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেটে দল। 

গত বছরের শেষদিকে ভারতকে তাদের ঘরের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে হারায় অস্ট্রেলিয়া।  

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি অস্ট্রেলিয়া। তারা সুপার ১২ পর্বে হেরে যায়। সেই আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। 

গতকাল রোববার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতকে পরাজিত করে শিরোপার উল্লাসে মাতে অস্ট্রেলিয়ার যুব দল। 

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এ বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্ট অস্ট্রেলিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম