যুগান্তর ডেস্ক ১৯ আগস্ট ২০১৮, ১৫:২৮ | অনলাইন সংস্করণ
ভারতের কাছে বাংলাদেশ হারবে-সেটা অনুমিতই ছিল। তবে এত বড় ব্যবধানে হারবে-তা ধারণা করা হয়নি। এশিয়ান গেমসে পুরুষ কাবাডির লড়াইয়ে পড়শিদের কাছে ৫০-২১ পয়েন্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তারা। গেল ইনচিয়ন এশিয়ান গেমসে ৩০-১৫ পয়েন্টে হেরেছিল বাংলার দল। সেবার পার্থক্য ছিল ১৫। এবার পার্থক্য ২৯ পয়েন্ট। এর আগে একবারই এত বেশি পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে ৫২-১৭ পয়েন্টে পরাজয় বরণ করেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
এবার কাবাডিতে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকা।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯