Logo
Logo
×

খেলা

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকার বাজে রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকার বাজে রেকর্ড

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নাজেহাল অবস্থা শ্রীলংকা ক্রিকেট দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল শ্রীলংকা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে লংকানদের এটাই দলীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে ৭১ রানে অলআউট হয়েছিল স্বাগতিক শ্রীলংকা।

দক্ষিণ আফ্রিকার ডারবানে গতকাল বুধবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারার গতির মুখে পড়ে ৪৯.৪ ওভারে ১৯১ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক টিম্বা বাভুমা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন কেষভ মহারাজ। তবে ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি।  

জবাবে ব্যাটিংয়ে নেমে মার্কো জেনসেনের গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানেই অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। ১০ রান করেন লাহিরু কুমারা।

বাকি ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। তারচেয়ে বড় কথা পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জেনসেন ৬.৫ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৭ উইকেট শিকার করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম