Logo
Logo
×

খেলা

চিটাগংয়ের আরেক স্পিনারের বোলিংয়ে সন্দেহ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ এএম

চিটাগংয়ের আরেক স্পিনারের বোলিংয়ে সন্দেহ

ছবি: সংগৃহীত

বিপিএলের মাঝপথে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হয়। পরে একটি ডেলিভারি বাদ দিয়ে সেটি শুধরে নেন আলিস। চিটাগং কিংসের আরেক স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে আম্পায়াররা।

ফরচুন বরিশালের বিপক্ষে ১ ফেব্রুয়ারি লিগ পর্বের ম্যাচে খেলেছিলেন আরাফাত। সেদিন ৪ ওভারে ৪১ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট। ওই ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরিই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পরে সেটি ম্যাচ রেফারিকে জানানো হয়। 

সে কারণে বিপিএলের ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। তবে এরমাঝে চাইলেই ম্যাচ খেলতে পারবে অভিযুক্ত ক্রিকেটার। আরাফাতের ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে গতকালও তিনি খেলেছেন ম্যাচ। খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার। 

এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে শুক্রবার ফাইনালের পর শনিবার পরীক্ষা দেবেন আরাফাত। এরআগে, ২০১৫ সালে বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হয় সানির। সেবারে তিনি পরীক্ষার মাধ্যমে উতরে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম