বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

ফাইল ছবি
আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। সে ফাইনালে এরই মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল বরিশাল। ম্যাচটি খেলার পর এক মুহূর্তও ফুরসত পাবেন না তিনি, কারণ পরদিন ৮ ফেব্রুয়ারি-ই যে শুরু হয়ে যাবে জাতীয় দলের ক্যাম্প।
গণমাধ্যমে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই ক্যাম্পে প্রথমে মিরপুরের হোম অব ক্রিকেটে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অনুশীলনে অংশ নেবেন।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, আজ (মঙ্গলবার) থেকে ক্রিকেটারদের কেউ কেউ ঐচ্ছিকভাবে অনুশীলন করবেন। আর ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। ক্যাম্পে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পরখ করে দেখবেন সিমন্স।
৮ তারিখে শুরু হয়ে জাতীয় দলের এই ক্যাম্প চলার কথা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।
সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে এই ভারতের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। পরে অবশ্য ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ভারত।