Logo
Logo
×

খেলা

ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে খুলনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ব্যাটিং খুলনা টাইগার্স। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চিটাগং কিংস।

টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। এলিমিনেটরে রংপুরকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে চিটাগাং কিংসের মুখোমুখি হচ্ছে মেহেদি হাসান মিরাজের দল। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে।

পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে খুলনা। 

অন্যদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায় চট্টগ্রাম। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। বরিশালের কাছে হারলেও ফাইনালে খেলার সুযোগ শেষ হয়নি বন্দর নগরীর দলটির। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলেই ফাইনালের টিকিট পাবে চট্টগ্রাম।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম