Logo
Logo
×

খেলা

হেটমায়ার-মাহিদুলের তাণ্ডবে চ্যালেঞ্জিং সংগ্রহ খুলনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

হেটমায়ার-মাহিদুলের তাণ্ডবে চ্যালেঞ্জিং সংগ্রহ খুলনার

মাহিদুল ইসলাম অঙ্কন

জিতলেই ফাইনালের টিকিট। এমন সমীকরণের ম্যাচে খুলনা টাইগার্সের ব্যাটিংয়ে শুরুটা ছিল নড়বড়ে। একসময় অল্প রানে গুটিয়ে যাওয়ায় শঙ্কাও তৈরি হয়েছিল। তবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে তারা। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চিটাগং কিংসের বিপক্ষে ২০ ওভার ব্যাট করে তাদের রান ৬ উইকেটে ১৬৩।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। দলটির পেসার বিনুরা ফার্নান্দো এবং স্পিনার আলিস আল ইসলাম মিলে শুরু থেকেই খুলনার ব্যাটারদের চাপে রাখেন।

এর মধ্যে ইনিংসের তৃতীয় ওভারেই খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে (২) বোল্ড করেন বিনুরা। পরের ওভারে আলিসকে ফিরতি ক্যাচ দেন ৬ বল খেলেও রানের খাতা খুলতে না পারা অ্যালেক্স রস। পাওয়ার প্লে-তে এই দুই উইকেট খুইয়ে ৩০ রানের বেশি তুলতে পারেনি খুলনা।

দলটির ভরসা হয়ে তখনো ক্রিজে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম। দর্শনীয় ৪টি চার হাঁকিয়ে খুলনার ইনিংসের হাল ধরার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু অষ্টম ওভারে তার স্টাম্প গুঁড়িয়ে দিয়ে সে সম্ভাবনা শেষ করে দেন খালেদ আহমেদ। তাতে ১৯ রানে সাঙ্গ হয় নাঈমের ইনিংস।

পরের ওভারে আফিফ হোসেনকে (৮) সাজঘরের পথ চেনান আরাফাত সানি।

৪২ রানে ৪ উইকেট হারানো খুলনাকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন অঙ্কন এবং হেটমায়ার। পঞ্চম উইকেটে তারা গড়েন ৭৩ রানের জুটি। উইকেট ধরে রেখে দ্রুত রান তোলার ক্ষেত্রে পারদর্শিতা দেখান তারা। ১৮তম ওভারে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ রান করেন অঙ্কন।

এদিকে প্লে-অফের আগে খুলনায় যোগ দেওয়া হেটমায়ার ছিলেন আরও আগ্রাসী ভূমিকায়। ১৯তম ওভারের শেষ বলে সাজঘরের পথ ধরার আগে তার ব্যাটে এসেছে ৩৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৩ রান। তাদের ব্যাটিংয়েই শেষ পর্যন্ত চিটাগংকে ১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে খুলনা।

চিটাগংয়ের পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন বিনুরা।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম