Logo
Logo
×

খেলা

সামিউল-অ্যানির কোচ হচ্ছেন নিয়াজ আলী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৭ এএম

সামিউল-অ্যানির কোচ হচ্ছেন নিয়াজ আলী

ছবি: সংগৃহীত

বিশ্ব সাঁতারে অংশ নেবেন দেশের দুই সেরা সাঁতারু সামিউল ইসলাম ও অ্যানি আক্তার। তাদের কোচ হিসাবে যাচ্ছেন নৌবাহিনীর নিয়াজ আলী।

১১ জুলাই থেকে ৩ আগস্ট সিঙ্গাপুরে বসবে এবারের আসর। সামিউল ও অ্যানি দুজনই নৌবাহিনীর সাঁতারু।

সাঁতার ফেডারেশন সূত্রে জানা গেছে, বিশ্ব আসরে সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৬.৯০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন সামিউল। 

গত বছর মে মাসে অনুষ্ঠিত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি আক্তার। সেই ফলাফলই তাদের বিশ্ব সাঁতারে যাওয়ার পথ করে দিয়েছে।

সামিউল বিশ্ব সাঁতার নৌবাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম