Logo
Logo
×

খেলা

রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা

গত দুই বছরে আইপিএলে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি মুম্বাই। তাই এবারের প্রতিযোগিতা শুরুর আগেই বিশেষ উদ্যোগ নিয়েছে দল কর্তৃপক্ষ। আইপিএল শুরুর ঠিক আগে নতুন চমক দিল দলটা। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, তিলক ভার্মাদের বিশেষ কোচ হিসেবে নিয়ে এসেছে জ্যাকি শ্রফকে। 

পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি অভিনব সিদ্ধান্ত নিয়ে এক বলিউড অভিনেতাকে ‘স্পিরিট কোচ’ হিসেবে নিয়োগ দিয়েছে। পুরো প্রতিযোগিতা জুড়ে ক্রিকেটারদের মনোবল চাঙা রাখতে এক বিশেষ কোচ নিয়োগ করা হয়েছে। 

তবে এই দায়িত্ব কোনো মেন্টাল কন্ডিশনিং কোচের হাতে দেওয়া হয়নি, বরং জ্যাকিকেই বেছে নেওয়া হয়েছে। তিনি কাজ করবেন দলের ‘স্পিরিট কোচ’ হিসেবে। 

মুম্বাইয়ের লক্ষ্য এই প্রতিযোগিতায় নির্ভীক ক্রিকেট খেলা। আর সে কারণেই বলিউডের অন্যতম জনপ্রিয় ‘হিরো’কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জ্যাকি ক্রিকেটারদের অনুপ্রাণিত করার কাজ করবেন। হার্দিক ও রোহিতদের সবসময় মানসিকভাবে সতেজ ও সাহসী রাখার চেষ্টা করবেন তিনি। প্রতিযোগিতা শুরু হওয়ার পরই বোঝা যাবে, নতুন ভূমিকায় জ্যাকি কতটা সফল। 

দেশের শীর্ষস্থানীয় অভিজ্ঞ ক্রিকেটারদের তিনি কীভাবে মানসিকভাবে দৃঢ় রাখেন, তা নিয়েও উত্তেজনা থাকবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার মুম্বাই কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে, জ্যাকিকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।

আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। ২৩ মার্চ মাঠে নামবে মুম্বাই। হার্দিকদের প্রথম প্রতিপক্ষ চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম