Logo
Logo
×

খেলা

নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে ফিরছেন হেম্প

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:২১ পিএম

নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে ফিরছেন হেম্প

প্রায় এক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ডেভিড হেম্প। শনিবার তিনি বাংলাদেশে ফিরছেন। এবার তার ভূমিকা বদলে যাচ্ছে। তিনি দ্বৈত ভূমিকায় কাজ করবেন এবার। 

তিনি আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানে বাংলাদেশ নারী দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে ফিরে যাবেন।

হেম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি ১৫ তারিখে ফিরে আসব। আমি পাকিস্তানে নারী দলের বিশ্বকাপ বাছাইপর্বে সহকারী কোচ হিসেবে কাজ করব, এরপর হাই-পারফরম্যান্স ইউনিটে ফিরব।’

কোচ হেম্প ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) লেভেল-৪ কোচিং সার্টিফিকেশনধারী। একজন ব্যাটার হিসেবে তার প্রথম-শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ, যেখানে তিনি গ্ল্যামরগান, ফ্রি স্টেট ও ওয়ারউইকশায়ারের হয়ে ১৫,৫০০-র বেশি রান সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন।

কোচ হিসেবে হেম্পের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নারী দল এবং উইমেনস বিগ ব্যাশ লিগের মেলবোর্ন স্টার্স দলের কোচ হিসেবেও কাজ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম