Logo
Logo
×

খেলা

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন মদ্রিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন মদ্রিচ

বাংলাদেশের হামজা চৌধুরী এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে দলটা। সেই লিগে এবার ক্লাবের আংশিক মালিক হয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। 

সোয়ানসি সিটির ছোট্ট একটা অংশ কিনে নিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মদ্রিচ কেবল অংশীদার হয়েই থেমে থাকছেন না, তিনি সোয়ানসির বোর্ডেরও সদস্য হচ্ছেন। তবে ঠিক কত টাকা তিনি বিনিয়োগ করেছেন কিংবা তার মালিকানার শতকরা কত ভাগ—সে তথ্য এখনো প্রকাশ পায়নি।

৩৯ বছর বয়সী এই ব্যালন ডি’অরজয়ী এখনো রিয়াল মাদ্রিদের মাঝমাঠের গুরুত্বপূর্ণ অংশ। তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষে শেষ হয়ে যাচ্ছে, তবে শোনা যাচ্ছে তিনি নতুন করে চুক্তি বাড়ানোর আগ্রহ দেখিয়েছেন।

অন্যদিকে, ইংলিশ ক্লাব সোয়ানসি ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপে ১২তম স্থানে আছে। প্লে-অফে উঠতে হলে তাদের আরও আট পয়েন্ট দরকার, অথচ মৌসুমের বাকি মাত্র চারটি ম্যাচ।

এই অবস্থায় অভিজ্ঞ কেউ বোর্ডে আসলে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশাবাদী সোয়ানসি সমর্থকরা। মদ্রিচের মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়ের উপস্থিতি দলটিকে আবার প্রিমিয়ার লিগে ফেরাতে সহায়তা করতে পারে বলেই মনে করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম