সেঞ্চুরির ফুলঝুরি ছুটিয়ে গেইল-কোহলিদের পাশে ফারহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

সাহিবজাদা ফারহান
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মারকাটারি ব্যাটারের আবির্ভাব হয়েছে। তার নাম সাহিবজাদা ফারহান। চলতি বছরে কুড়ি ওভারের ফরম্যাটে একের পর এক সেঞ্চুরি করছেন তিনি। চলতি বছরে এখন পর্যন্ত চারটি তিন অঙ্কের ইনিংস এসেছে তার ব্যাটে। আর এতেই ক্রিস গেইল-বিরাট কোহলিদের মতো কিংবদন্তিদের পাশে বসার সুযোগ পাচ্ছেন তিনি।
পরিসংখ্যান বলছে, ফারহানের আগে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে চারটি করে সেঞ্চুরির দেখা পেয়েছেন কেবল চার ক্রিকেটার। এর মধ্যে ‘ইউনিভার্স বস’ হিসেবে খ্যাত ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইল প্রথম ২০১১ সালে এই কীর্তি গড়েন।
এর বছর পাঁচেক পর ২০১৬ সালে পঞ্জিকাবর্ষে চার সেঞ্চুরির দেখা পান ভারতের বিরাট কোহলি।
২০২২ সালে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই কীর্তিতে ভাগ বসান ইংল্যান্ডের জস বাটলার। পরের বছর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে শুবমান গিলও বছরে চার সেঞ্চুরির দেখা পান।
এবার দারুণ এই কীর্তিতে গেইল-কোহলিদের সঙ্গী হলেন ফারহান। সবশেষ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে চলতি বছরে নিজের চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৯ বছর বয়সি এই ব্যাটার।