Logo
Logo
×

খেলা

এএফসির বাড়তি আড়াই লাখ ডলার বাফুফেতে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম

এএফসির বাড়তি আড়াই লাখ ডলার বাফুফেতে

ছবি: সংগৃহীত

প্রতিবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঁচ লাখ ডলার অনুদান দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ বছর থেকে বাফুফেকে বাড়তি আরও আড়াই লাখ ডলার করে দেবে এএফসি।

যা ২০২৫-২০২৮ সাল পর্যন্ত পাবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ১২ এপ্রিল মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে এ সিদ্ধান্ত হয়। 

কংগ্রেসে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি অংশ নেন সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। 

কংগ্রেস থেকে ফিরে সহসভাপতি ওয়াহিদ বলেন, ‘আমাদের নিয়মিত অনুদানের পাশাপাশি এএফসি আরও বছরে আড়াই লাখ ডলার দেবে, যা স্টেডিয়াম সংস্কার বা অবকাঠামো খাতে ব্যয় করা যাবে।’

সাধারণ সম্পাদকের কথা, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই লাখের পরিবর্তে আড়াই লাখ ডলার করে প্রতিবছর এএফসি এই খাতে ব্যয় করবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা ফুটবলের অবকাঠামো সংক্রান্ত বিষয়ে এ অর্থ ব্যবহার করব।’

এদিকে কাল বিকালে বাফুফে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লিগ কমিটির সভা হয়েছে। সভায় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লিগ শুরুর সিদ্ধান্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম