Logo
Logo
×

খেলা

দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পিএম

দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাকিব

ছবি: সংগৃহীত

বিপিএলে নাম লিখিয়েছিলেন, খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও ছিলেন সাকিব আল হাসান। তবে দেশে ফেরা হয়নি। জাতীয় দলেও ব্রাত্য হয়ে আছেন টাইগার অলরাউন্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব পুরোনো সেই বাসনা আরেকবার জানিয়েছেন।

টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব চাচ্ছেন দেশে ফিরতে, জাতীয় দলের হয়ে অন্তত বছর দুয়েক খেলতে। তারপরই নিতে চান অবসর। টি-টোয়েন্টিকে বিদায় বলা সাকিব আনুষ্ঠানিকভাবে এখনও দুটি ফরম্যাটে খেলছেন। লাল-সবুজের জার্সিতে খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন।

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি পত্রিকাকে সাকিব বলেছেন, ‘আমি এখনো চাই, বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরো ১ বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা। সেজন্য আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জণ্যই কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।’

গত সাত মাস দেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই সাকিবের। জুলাই আন্দোলনের পর থেকে দেশেও ফেরা হয়নি। তবে স্বপ্নটা এখনও দেখছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি সাকিব। জাতীয় দলে ফিরতে মরিয়া টাইগার অলরাউন্ডার অন্তত দুবছর খেলতে চান।

ছয় মাসের পরিচয়ের জন্য সব হারিয়ে বসা সাকিব প্রশ্ন রেখে বলেছেন, ‘আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন, সেটা আপনার ওপর। তবে আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ব করি। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আর এক বা দুই বছর আমি খেলতে পারব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম