Logo
Logo
×

খেলা

জহির-সাগরিকার ঘরে নতুন অতিথি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম

জহির-সাগরিকার ঘরে নতুন অতিথি

ছবি: সংগৃহীত

২০১৭ সালে এক ছাঁদের তলায় উঠেছিলেন সাগরিকা গাটগে ও জহির খান। বুধবার তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান। ইনস্টাগ্রামে খুশির এই খবর জানিয়েছে ভারতের সাবেক তারকা পেসার জহির নিজেই।

সাদা-কালো ফ্রেমের সেই ছবিতে দেখা যাচ্ছে, মায়াভরা চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন জহির। তাদের দুজনকে দুহাতে জড়িয়ে রেখেছেন সাগরিকা।

ওই ছবির ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঐশ্বরিক আশীর্বাদের সঙ্গে প্রিয় ছেলে ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’

জহির-সাগরিকার সেই পোস্টে বহু বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘দুজনকে অভিনন্দন। ইশ্বর ভালো করুক।’ আনুষ্কা শর্মা দিয়েছেন ভালোবাসার ইমোজি জুড়ে। প্রজ্ঞা খান, আনগাদ বেদি সহ আরও অনেকে দম্পতিকে জানিয়েছেন শুভেচ্ছা।

‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান সাগরিকা। সেখানে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন জাহির ও সাগরিকা। তার ৮ বছর পর সন্তান এল তাঁদের পরিবারে। অভিনয় অনেকটা ছেড়ে দিয়েছেন সাগরিকা। অন্যদিকে জাতীয় দল থেকে অবসরের পর আইপিএলে মেন্টরের ভূমিকায় আছেন জহির। এবারের নিলামের আগে তাকে মেন্টর করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম