-67ff8698453a3.jpg)
রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে লা লিগার ম্যাচে আলাভেসের খেলোয়াড় অ্যান্তোনিও ব্লাঙ্কোর ওপর একটি ভয়ঙ্কর ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেছেন। ম্যাচের ৩৮তম মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
সেই বিতর্কে ঘি ঢেলেছেন সাবেক ইংলিশ রেফারি এবং প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের সাবেক প্রধান কিথ হ্যাকেট। তার অভিমত, ওই ফাউলের জন্য এমবাপ্পেকে কমপক্ষে ১০ ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল।
এক সাক্ষাৎকারে হ্যাকেট বলেন, ‘এমবাপ্পের চ্যালেঞ্জটি ছিল নির্মম। এতে তার প্রতিপক্ষের সুরক্ষা চরমভাবে হুমকির মুখে পড়ে। রেফারি সঠিকভাবে তৎক্ষণাত লাল কার্ড দেখিয়েছেন।’
তিনি আরও যোগ করেন, ‘তবে এখানেই শেষ নয়, কর্তৃপক্ষের উচিত এমন ট্যাকলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। আমি মনে করি, এমবাপ্পেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ করা উচিত। এখন সময় এসেছে এই ধরনের আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার।’
এই ম্যাচে অবশ্য ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যা লা লিগা শিরোপার লড়াইয়ে তাদের আশা বাঁচিয়ে রেখেছে। তবে এমবাপ্পের নিষেধাজ্ঞা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ক্লাব কিছুটা হলেও চাপে পড়েছে।
যদি এমবাপ্পে সত্যিই ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন, তবে সেটা হতো রিয়ালের জন্য বিশাল ধাক্কা। তবে তিনি আপাতত ১ ম্যাচের নিষেধাজ্ঞাতেই রক্ষা পেয়ে গেছেন। এই নিষেধাজ্ঞাও আবার শুধুমাত্র ঘরোয়া টুর্নামেন্টেই প্রযোজ্য হবে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে খেলার ক্ষেত্রে তার কোনও সমস্যা নেই।
তবে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
রিয়াল মাদ্রিদ এখন লা লিগায় দ্বিতীয় অবস্থানে আছে। ৩১ ম্যাচ খেলেছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেখান থেকে ৬৬ পয়েন্ট অর্জন করতে পেরেছে গেল বারের চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা বার্সেলোনাও খেলেছে সমান ম্যাচ। তারা অর্জন করেছে ৭০ পয়েন্ট।
এমন পরিস্থিতিতে লা লিগা জিততে হলে রিয়ালকে নিজেদের সব ম্যাচে জিততে হবে। সেটা করলেই যথেষ্ট হবে না। তাকিয়ে থাকতে হবে বার্সেলোনার ম্যাচগুলোর দিকেও। তারা যদি কমপক্ষে ৫ পয়েন্ট হারায়, তাহলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল। এ সমীকরণের সামনে দাঁড়িয়ে এমবাপ্পেকে এক ম্যাচের জন্য হারাল রিয়াল।