Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টির ইতিহাস গড়তে চলেছেন ধোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম

টি-টোয়েন্টির ইতিহাস গড়তে চলেছেন ধোনি

আইপিএল ২০২৫-এর আজ শুক্রবারের ম্যাচটা শুধু আরেকটা ম্যাচ নয়। চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের এই লড়াই চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলে আসছে এক ঐতিহাসিক উপলক্ষও। এই ম্যাচে নিজের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন মাহেন্দ্র সিং ধোনি।

ধারাবাহিকতা, নেতৃত্বগুণ দিয়ে বহু দিন এই ফরম্যাটে টিকে রয়েছেন ধোনি। গড়েছেন অগুনতি ইতিহাসও। আজকের এই মাইলফলক সম্ভবত তার শেষ কিছু ইতিহাসের একটা। ২০০৭ সালে ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। এরপর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন। সব মিলিয়ে ধোনির নাম ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তবে শুধু ধোনির মাইলফলক আজকের ম্যাচের মুখ্য বিষয় নয় আদৌ। আজকের ম্যাচ দুদলের জন্যই বাঁচা-মরার লড়াই। গেল আসরে খুনে ব্যাটিং দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা সানরাইজার্স হায়দরাবাদ এবার নিজেদের হারিয়ে খুঁজছে। ওদিকে আইপিএল ইতিহাসের সফলতম দল চেন্নাইও একই রকম পরিস্থিতিতে অবস্থান করছে। 

৮ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে হায়দরাবাদ। ধোনির দলও সমান ম্যাচ থেকে সমান জয় পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের নয়ে আছে হায়দরাবাদ, চেন্নাই আছে একেবারে তলানিতে।

চেন্নাইয়ের জন্য আজকের জয় শুধু পয়েন্ট বাড়ানোর নয়, বরং একটি বড় বার্তা দেওয়ার সুযোগও। ধোনির ৪০০তম ম্যাচে যদি জয় আসে, তাহলে সেটা হতে পারে তাদের জন্য শেষ সময়ে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। অন্যদিকে হায়দরাবাদের প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয় খুবই প্রয়োজন। হারলে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

এই ম্যাচের আগে ইতিহাস অবশ্য কথা বলছে চেন্নাইয়ের পক্ষে। আইপিএলে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ২২ বার। ১৬ বার জিতেছে চেন্নাই, হায়দরাবাদ জিতেছে ৬ ম্যাচে। আজ ম্যাচটা চিদাম্বরম স্টেডিয়ামে হবে, এই মাঠে ৭৫ ম্যাচ খেলে ৫১ ম্যাচে জিতেছে দলটা, ২৩ ম্যাচ হারের বিপরীতে ড্র আছে একটি। 

তবে চলতি মৌসুমে অবশ্য এই মাঠে ভাগ্যটা সঙ্গ দিচ্ছে না তাদের। ৪ ম্যাচ খেলে জিতেছে মোটে ১ ম্যাচে। এখানে সবশেষ তিন ম্যাচেই হেরেছে দলটা। ধোনির বিশেষ এই ম্যাচে, নিজেদের বাঁচা মরার লড়াইয়ে নিশ্চয়ই সে খরাটা কাটাতে চাইবে চেন্নাই!

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস আইপিএল

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম