Logo
Logo
×

খেলা

বাংলাদেশ কোথায় সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে, বড় দুর্বলতা কী?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:০৫ পিএম

বাংলাদেশ কোথায় সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে, বড় দুর্বলতা কী?

আজ বাংলাদেশ নিজেদের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচের আগে ব্যাপক আলোচনার ঝড় বইছে। নানা কারণে ম্যাচটার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ।

এই ম্যাচের আগে সিঙ্গাপুরের চেয়ে একটা জায়গায় এগিয়ে আছে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরার সবচেয়ে বড় সুবিধাটা হলো ঘরের মাঠে খেলা। ঢাকার গরম আবহাওয়া এবং গ্যালারিভর্তি সমর্থকদের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলো এই পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়, যা বাংলাদেশের জন্য কৌশলগত সুবিধা এনে দিতে পারে।

বাংলাদেশ দলের অন্যতম শক্তির জায়গাটা হচ্ছে মাঝমাঠের কিছু অভিজ্ঞ এবং ফর্মে থাকা খেলোয়াড়। অধিনায়ক জামাল ভূঁইয়া তো আছেনই সাথে শমিত সোম ও হামজা চৌধুরী মাঝ মাঠে ভালো কর্তৃত্ব বজায় রাখবেন বলে আশা করছেন সমর্থকরা। যদিও অধিনায়ক জামালকে আজ মূল একাদশের চেয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে দেখার সম্ভাবনাই বেশি। 

তবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা হলো একজন ধারাবাহিক গোলদাতার অভাব। অনেক সময় ভালো বোঝাপড়া থাকলেও গোল করার সময় সামনে সঠিক সিদ্ধান্ত বা নিখুঁত ফিনিশিংয়ের ঘাটতি দেখা যায়। আগের ম্যাচেও দল জিতেছে দুই মিডফিল্ডার হামজা ও সোহেল রানার গোলে ভর করে। ফলে দলে একজন প্রকৃত 'নাম্বার ৯' স্ট্রাইকারের অভাব দীর্ঘদিন ধরেই স্পষ্ট, যা ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলছে।

রক্ষণভাগেও অনিয়মিত খেলা ও ভুল পজিশনের কারণে প্রতিপক্ষ সহজে সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে সেন্টার ব্যাকদের মাঝে সমন্বয়ের ঘাটতি এবং সেট-পিস ডিফেন্ড করার সময় বিভ্রান্তি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ ফুটবল দল এখন এক রকম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, পুরোনো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণদের মিশেল ঘটছে। ঠিক এই সময় দলটা মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরের। ফলে বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে বৈকি!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম