টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
অস্ট্রেলিয়া নাকি দ. আফ্রিকা, পরিসংখ্যানে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক টিম্বা বাভুমা এবং প্যাট কামিন্স। ছবি-ক্রিকইনফো
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামীকাল বুধবার।
এই ম্যাচটি হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি স্টার স্পোর্টস সম্প্রচার করবে।
অতীতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে মোট ১০১টি ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৫৪টি টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর ২৬টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের অতীতের লড়াইয়ে ২১টি টেস্ট ড্র হয়। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পেরে আমরা অত্যন্ত গর্বিত, বিশেষ করে লর্ডসের মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ফাইনাল হচ্ছে। এটি গত দুই বছর ধরে যারা ফাইনালে পৌঁছানোর জন্য অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছেন তাদের সকলের জন্য একটি ভালো সুযোগ, যা আমাদের সকলের জন্য সম্মানের।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পেরে আমরা সত্যিই আনন্দিত, যা আমাদের জন্য আইসিসির শিরোপা জয়ের একটি ভালো সুযোগ। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।