
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল বুধবার। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ঠিক আগেই পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের দুইবারের চেয়ে প্রায় দ্বিগুণ। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া উভয় দল ফাইনাল জিতে ১.৬ মিলিয়ন ডলার করে পেয়েছিল।
এবারের ফাইনালে হেরে যারা রানার্সআপ হবে তারা পাবে ২.১৬ মিলিয়ন ডলার, যা আগের বিজয়ী দলের প্রাইজ মানির চেয়েও বেশি।
ভারত টানা দুইবারের রানার্সআপ হলেও এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে। তৃতীয় স্থান অধিকার করায় ভারত পাচ্ছে ১.৪৪ মিলিয়ন মার্কিন ডলার তথা ভারতীয় মূদ্রায় ১২.৩২ কোটি টাকা।
এবার চতুর্থ পজিশনে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করা সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন মার্কিন ডলার।
পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
৬ষ্ঠ স্থানে থাকা শ্রীলংকা পাবে ৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
সপ্তম পজিশনে থাকা বাংলাদেশ পাবে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯২৮ টাকা।
৮ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ৬ লাখ মার্কিন ডলার।
আর সবশেষ নবম স্থাসে থাকা পাকিস্তান পাবে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।