Logo
Logo
×

খেলা

নারী আম্পায়ারকে কটাক্ষ করে শাস্তি পেলেন অশ্বিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:১১ পিএম

নারী আম্পায়ারকে কটাক্ষ করে শাস্তি পেলেন অশ্বিন

সংগৃহীত ছবি

রবিচন্দ্রন অশ্বিন যে শাস্তি পাচ্ছেন, তা অবধারিত ছিল। দুটি কাণ্ড ঘটিয়েছেন—আম্পায়ারের সিদ্ধান্তে বাগবিতণ্ডা করেছেন এবং হাতের গ্লাভসও ছুড়েছেন। শাস্তিটা এসেছে একটু বড়। ভারতের সাবেক তারকার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। 

ঘটনাটি তামিলনাড়ু প্রিমিয়ার লিগের। দিন্দিগুল ড্রাগনসের হয়ে খেলছেন অশ্বিন।দলের অধিনায়কও। সোমবার এক ম্যাচে ঘটে এই কাণ্ড।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলের খেলা চলছে। লেগবিফোরের আবেদন করেন বোলার সাই কিশোর। আবেদনে সাড়া দিয়ে সরাসরি অশ্বিনকে আউট দিয়ে দেন মাঠের নারী আম্পায়ার। এরপর মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ৩৮ বছর বয়সি ক্রিকেটার। 

আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি ছিলেন না কিংবদন্তি স্পিনার। নিজের প্যাডেই ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন তিনি। ছুড়ে ফেলেন গ্লাভসও।

অশ্বিনের দাবি, সাই কিশোরের ওই বল লেগ স্ট্যাম্পের বাইরে পড়েছিল। সম্ভবত সেকারণেই মেজাজ হারান। কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্ত বদলায়নি। ১৮ রানেই সাজঘরে ফিরতে হয়। 

মাঠে এভাবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় অশ্বিনকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নিয়েছে কর্তৃপক্ষ। ১০ শতাংশ কাটা হয়েছে ক্রিকেটের সরঞ্জাম ছুড়ে ফেলে দেওয়ায়। বাকি ২০ নারী আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম