Logo
Logo
×

খেলা

জাতীয় স্টেডিয়ামে তারার মেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

জাতীয় স্টেডিয়ামে তারার মেলা

হামজা-সমিত-জামাল ভূঁইয়াদের আগমনে দেশের ফুটবলে নতুন জোয়ার শুরু হয়েছে। ফুটবল নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

দেশের ফুটবল নতুন উদ্যমে এগিয়ে যাক সেই প্রত্যাশায় আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে হাজির হয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের এক ঝাঁক তারকা। ফুটবল মাঠে ক্রিকেট অঙ্গনের ব্যক্তিত্বরাও আছেন।

আজ জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক আরেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, ছক্কা নাঈম খ্যাত নাইম ইসলামও হামজা-সমিতদের খেলা দেখতে হাজির হয়েছেন জাতীয় স্টেডিয়ামে।

ফুটবলারদের পায়ের কারিশমা দেখতে গেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, শেখ সোহেল, আজিজ আল কায়সার টিটু। 

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলটির একাধিক নেতাকর্মী।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচকে ঘিরে সকাল থেকে স্টেডিয়াম এলাকায় ভিড় জমাতে শুরু করেন ফুটবলপ্রেমীরা। দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয় স্টেডিয়াম পাড়া।

অনলাইনে টিকিট বিক্রি শুরুর অল্প সময়ের মধ্যেই ম্যাচে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ ১৮ হাজার ৩০০ টিকিট শেষ হয়ে যায়।

সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ফুটবলারদের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন রুবেল হোসেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’

পেসার খালেদ আহমেদও ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন। হামজা, শমিত ও ফাহামেদুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ সঙ্গে খালেদ জুড়ে দিয়েছেন ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম