Logo
Logo
×

খেলা

পেনাল্টি মিস করে মৃত্যুর হুমকি পেলেন স্প্যানিশ ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:২৮ পিএম

পেনাল্টি মিস করে মৃত্যুর হুমকি পেলেন স্প্যানিশ ফুটবলার

সংগৃহীত ছবি

উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে পরাজয় এবং পেনাল্টি মিসের পর সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য ও প্রাণনাশের হুমকি পেয়েছেন আলভারো মোরাতা। ইনস্টাগ্রামে পাওয়া হুমকির বার্তাগুলোর ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলো। 

সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কি বুঝতে পারছি একটা ফুটবল ম্যাচ নিয়ে কথা বলছি? জীবনে আমরা কত ভুল করি। শিক্ষা, অভিজ্ঞতা, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত—এসব নিয়েই জীবন। তবে আমরা তো কাউকে বিচার করার কেউ না।

পর্তুগালের বিপক্ষে ওই ফাইনাল ম্যাচে মোরাতার পেনাল্টি মিস স্পেনের পরাজয়ের কারণ হয়েছিল। ম্যাচটি টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল, যেখানে মোরাতা লক্ষ্যভেদ করতে পারেননি। 

ক্যাম্পেলো মনে করেন, ফুটবলের সৌন্দর্য তার অপ্রত্যাশিত রোমাঞ্চে, কিন্ত ব্যক্তিগত আক্রমণ বা হুমকি দেওয়া কোনোভাবে সমর্থনযোগ্য নয়। 

তিনি বলেন, ফুটবল এমনই খেলা। আমার মতে এটার সৌন্দর্য এমনই। খুবই রোমাঞ্চকর ও অপ্রত্যাশিত। খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তাই এই খেলাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, আমাদের তা-ই করা উচিত।

ক্যাম্পেলোর মতে, মানুষের ভুল থেকে শিখতে সমালোচনা প্রয়োজন তবে তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়। 

তিনি বলেন, প্রত্যেক মানুষ তার ভুলের জন্য সমালোচিত হবে। আমি এটা দেখতে পছন্দ করি। ভুল থেকে শিক্ষা নিয়ে কীভাবে তারা কাজ করে এবং জীবনে তারা কী অর্জন করেছে, সেটা দেখতে চাই। দয়া করে মানুষকে সম্মান করুন ও এমন হীন মানসিকতা থেকে বেরিয়ে আসুন।

নেশনস লিগের ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৩০ মিনিটের খেলায় কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে পর্তুগালের হয়ে গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, মেন্দেস ও নেভেস সবাই গোল করেন।

অন্যদিকে, স্পেনের অধিনায়ক আলভারো মোরাতার পেনাল্টি মিসের খেসারত দিতে হয় দলকে। এই জয়ের মাধ্যমে পর্তুগাল নেশনস লিগে সর্বোচ্চ দুইবার শিরোপা জয়ের রেকর্ড গড়েছে, যেখানে স্পেন ও ফ্রান্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম