মেসিদের বিপক্ষে ‘পুসকাসের দাবিদার’ গোল, বার্সাকে বার্তা দিয়াজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

সবশেষ কোপা আমেরিকার ফাইনালের পর থেকেই আর্জেন্টিনার ওপর বেশ ক্ষোভ কলম্বিয়ার। কোপার পরপরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হারিয়েছে, এরপর সবশেষ ম্যাচেও চোখরাঙানি দিচ্ছিল বেশ ভালোভাবেই। আর এটা সম্ভব হয়েছে লুইস দিয়াজের চোখ ধাঁধানো ‘পুসকাস পুরস্কার পাওয়ার মতো’ এক গোলের সুবাদে। এই গোল দিয়ে দিয়াজ শুধু আর্জেন্টিনাকেই ব্যাকফুটে ঠেলে দেননি। বার্তা দিয়ে বসেছেন লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনাকেও।
আর্জেন্টিনার মাটিতে বুধবার ম্যাচের ২৪ মিনিটে কাণ্ডটা বাঁধিয়ে বসেন দিয়াজ। মাঝমাঠের কাছ থেকে বল পান তিনি। এরপর বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন। বক্সে থাকা ৩ ডিফেন্ডারকে দারুণ ড্রিবলে ছিটকে ফেলে দিয়ে ফাঁকি দেন এমি মার্তিনেজকেও। করে বসেন দারুণ এক গোল। এমন গোল এস্তাদিও মনিউমেন্তালের দর্শকরা আগে দেখেছেন নিজ দলের হয়ে মেসিকে করতে, আজ দেখেন প্রতিপক্ষেরই একজন তাদের দলের বিপক্ষে করছে এমন কিছু।
লুইস দিয়াজ আর্জেন্টিনার বিপক্ষে এই গোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ই ফেলে দিয়েছেন রীতিমতো। হবেই বা না কেন, এমন পুরো রক্ষণভাগকে ছিটকে দিয়ে গোল তো আর হরহামেশাই হয় না। তাতে তাকে এ বছরের সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড দিয়ে দেওয়ারও আলাপ উঠেছে বেশ করে।
তবে দিয়াজের এই গোলে বার্তা চলে গেছে বার্সেলোনার কাছেও। বার্সা নতুন লেফট উইঙ্গার খুঁজছে হন্যে হয়ে। এই তালিকায় সবার উপরে রয়েছেন লিভারপুলে খেলা কলম্বিয়ার এই ফরোয়ার্ড। তাকে দলে ভেড়ানো হবে কি না, তা নিয়ে ক্লাবের ভেতরই দ্বিমত ছিল অনেকের। এমন গোলের পর নিশ্চয়ই তা উবে গেছে পুরোপুরি! বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণকে এভাবে ছিঁড়েখুঁড়ে ফেলার ক্ষমতা তো আর সাধারণ ফুটবলারের থাকে না!
তবে তার দাম অনেক বেশি চাইছে লিভারপুল। এরপরও অবশ্য তাকে নিয়েই সব পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি। এদিকে মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, বার্সা এখন আর নিকো উইলিয়ামসকে নিয়ে ভাবছে না। তাদের পুরো মনোযোগ এখন দিয়াজকে ঘিরে। বার্সার বিশ্বাস, চলতি গ্রীষ্মেই তারা এই তারকাকে দলে টানতে পারবে।
লিভারপুল দিয়াজের জন্য ৮০ মিলিয়ন ইউরো চাইছে, যা বার্সার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তবে ক্লাবটি আশায় ছিল, ধৈর্য ধরলে দাম কমবে বলে। তার কারণ দিয়াজ নিজেই নাকি বার্সেলোনায় যেতে আগ্রহী। যদিও সবশেষ এই গোলের পর লিভারপুল দাম কমাবে, এমনটা মনে হচ্ছে না আদৌ।