Logo
Logo
×

খেলা

ক্যাপ্টেন রোহিতের বিদায় ঘণ্টা কি বেজে গেছে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

ক্যাপ্টেন রোহিতের বিদায় ঘণ্টা কি বেজে গেছে?

ভারতীয় ক্রিকেট এখন বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পুরনো তারকারা ধীরে ধীরে বিদায় নিচ্ছেন, আর নতুনরা জায়গা নিচ্ছেন। গত দেড় দশক ধরে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মা আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন তারা টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন।

তাদের সামনে এখন একমাত্র ওয়ানডে ক্রিকেট। যদিও এই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক আছে, তবু সামনে ২০২৭ বিশ্বকাপ। এখনই অনেকে ভাবছেন, এটি হতে পারে কোহলি ও রোহিতের ক্যারিয়ারের শেষ অধ্যায়।

রোহিত শর্মা ওই বিশ্বকাপে খেলতে পারেন শুধু ব্যাটসম্যান হিসেবে। তবে তখন তার বয়স হবে ৪০, আর কোহলিরও কাছাকাছি। যদিও কোহলি এখনো বেশ ফিট এবং তার ব্যাটিং ফর্ম ভালো, রোহিতের ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

২০২৩ বিশ্বকাপে রোহিত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন, যে কৌশল কিছুটা সফলও হয়। কিন্তু বয়স যত বাড়বে, এই পন্থা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যে খবর আছে, রোহিত আর আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক থাকবেন না। ফলে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠবে।

ভারতীয় ক্রিকেটে সাধারণত আগেভাগেই নতুন নেতা তৈরি করা হয়। যেমন, মহেন্দ্র সিং ধোনি বুঝেছিলেন ২০১৯ বিশ্বকাপের পর তার থাকা কঠিন হবে। তাই আগেই কোহলিকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল। এখন একইভাবে রোহিতের উত্তরসূরি তৈরি হচ্ছে।

প্রথমবারের মতো ভারত ‘স্প্লিট ক্যাপ্টেনসি’র পথে হাঁটছে। ওয়ানডেতে রোহিত অধিনায়ক থাকলেও, টি-টোয়েন্টিতে আছেন সূর্যকুমার যাদব। আরও ২ সপ্তাহের মধ্যে শুবমান গিল শুরু করবেন তার টেস্ট অধিনায়কত্বের যাত্রা। তবে অনেকেই বলছেন, এই পরিবর্তন বেশি দিন দূরে নয়।

একজন বিসিসিআই কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘সত্যি বলতে, আমাদের অনেকে ভেবেছিল রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ওয়ানডে থেকে অবসর নেবে। রোহিত ও নির্বাচকদের মধ্যে এখনো এই ফরম্যাট নিয়ে কোনো আলোচনা হয়নি।’

রোহিত অবশ্য অবসরের সব জল্পনা খারিজ করে বলেছেন, ‘আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। এটা পরিষ্কার করে দিতে চাই যেন কেউ গুজব না ছড়ায়। সবাইকে ধন্যবাদ।’ এই কথা তিনি নিউজিল্যান্ডকে হারানোর পর বলেছিলেন।

রোহিতের অধিনায়কত্বে সাদা বলের ক্রিকেটে ভারত বেশ সফল। শেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে তার অধিনায়কত্বে ভারত হারিয়েছে মাত্র একটি ম্যাচ, সেটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। তিনি জিতেছেন দুটি বড় শিরোপা—টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।

এখন সামনে বাংলাদেশের সফর। সবকিছু ঠিকঠাক চললে, ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ হবে আগস্টে। না হলে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে।

ভারতের ওয়ানডে সূচি অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৭টি ম্যাচ রয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।

এই সময়ে দলে নতুন নেতৃত্ব আসার সুযোগ তৈরি হচ্ছে। শুবমান গিল ও শ্রেয়াস আয়ার ইতিমধ্যেই দৌড়ে আছেন। তাই অনেকের বিশ্বাস, রোহিত শর্মার অধিনায়কত্বের অধ্যায় খুব শিগগিরই শেষ হতে চলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম