Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আদিল রশিদের উন্নতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৮:১৭ পিএম

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আদিল রশিদের উন্নতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন আদিল রাশিদ। এই সংস্করণে বোলারদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে থাকা জ্যাকব ডাফির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইংলিশ লেগ স্পিনার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন রাশিদ।

গত জানুয়ারিতেও টি-টোয়েন্টির শীর্ষ বোলার ছিলেন রাশিদ। এখন চূড়ায় থাকা নিউ জিল্যান্ডের পেসার ডাফির সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান ১৩। ডাফির পয়েন্ট ৭২৩, রাশিদের ৭১০।

ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পথে অবদান রাখেন রাশিদ। সবশেষ ম্যাচে মঙ্গলবার ৩০ রানে ২ শিকার ধরেন তিনি। আগের দুটি ম্যাচে নেন একটি করে উইকেট।

এই পারফরম্যান্সে টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ভারুন চক্রবর্তীকে টপকে যান রাশিদ।

তিন ম্যাচে দুই উইকেট নিয়ে, ১৬ ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের অগ্রগতি ৩ ধাপ, আছেন যৌথভাবে ৬৬ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ম্যাচে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৪৮ ধাপ এগিয়ে এখন ষোড়শ স্থানে ইংল্যান্ডের বেন ডাকেট। ৬ ধাপ উন্নতি করে ৩৮ নম্বরে হ্যারি ব্রুক।

ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ ১৪ ধাপ এগিয়ে পঞ্চদশ স্থানে আছেন। শেষ টি-টোয়েন্টিতে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলে ৮ ধাপ এগিয়ে ২০ নম্বরে রভম্যান পাওয়েল।

টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আগের মতো সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম