Logo
Logo
×

খেলা

ম্যাগনাস কার্লসেন দাবা খেলে আর আনন্দই পাচ্ছেন না

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ পিএম

ম্যাগনাস কার্লসেন দাবা খেলে আর আনন্দই পাচ্ছেন না

ভারতের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ গ্র্যান্ড চেস ট্যুরের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন। এই জয়ে গুকেশ নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিয়েছেন, বিশেষত তখন যখন ম্যাচের আগে কার্লসেন তার র‌্যাপিড ও ব্লিটজ খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ম্যাচের পর নিজের হারের কথা স্বীকার করে কার্লসেন বলেন, ‘হ্যাঁ, ও (গুকেশ) এখন অসাধারণ খেলছে। টুর্নামেন্টে এখনও অনেক পথ বাকি, কিন্তু টানা পাঁচ ম্যাচ জেতা কম কথা নয়।’

নিজের খেলার মান নিয়েও হতাশা প্রকাশ করেছেন কার্লসেন, ‘সত্যি বলতে এখন আমি দাবা খেলে কোনো আনন্দই পাচ্ছি না। খেলতে গিয়ে কোনো ছন্দ পাচ্ছি না, বারবার দ্বিধায় পড়ে যাচ্ছি, আর এটাই আমার খেলা একদম খারাপ করে দিচ্ছে।’

ম্যাচে শুরুটা ইতিবাচক ছিল কার্লসেনের। দুজনই দ্রুত চাল দিচ্ছিলেন। ইংলিশ ওপেনিং দিয়ে গেম শুরু করেন কার্লসেন এবং ২৩তম চালে বি-পন এগিয়ে দিয়ে খেলায় মোড় ঘুরিয়ে দেন। সেখান থেকেই ম্যাচে গুকেশের দিকে জয়ের পাল্লা ভারী হতে থাকে।

গুকেশ ম্যাচ শেষে বলেন, ‘ম্যাগনাসকে হারানো সবসময়ই বিশেষ কিছু। এটা আত্মবিশ্বাসও বাড়ায়। কারণ ম্যাচের শুরুতেই আমি একদম বাজে অবস্থায় পড়ে গিয়েছিলাম, ভুল করেছি। দুই ম্যাচেই হারের মতো অবস্থায় থেকেও ম্যাগনাসের বিরুদ্ধে জয় পেয়ে দারুণ লাগছে।’

এর আগে গত মাসে নরওয়ে চেস ২০২৫-এ ক্লাসিক্যাল দাবায়ও গুকেশের কাছে হেরেছিলেন কার্লসেন। সেদিন শেষ মুহূর্তের ভুলে ম্যাচ হারার পর টেবিলে আঘাত করে ক্ষোভও প্রকাশ করেছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়।

দুজনের মধ্যে আরও দুইবার দেখা হবে, তবে সেগুলো হবে ব্লিটজ ফরম্যাটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম