Logo
Logo
×

খেলা

‘তোমায় ভীষণ ভালোবাসি’ হাসিনের বিশেষবার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

‘তোমায় ভীষণ ভালোবাসি’ হাসিনের বিশেষবার্তা

শুক্রবার ইনস্টাগ্রামে এক পোস্টে ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ শামিকে ট্যাগ করে হাসিন জাহান লেখেন, ‘ভীষণ ভালোবাসি জানু।’ 

এরপর শুরু হয় এক দীর্ঘ ক্ষোভ। যেখানে তিনি শামিকে ‘লোভী’ ও ‘ছোটো মানসিকতার মানুষ’ বলেও কটাক্ষ করেন। 

এর আগেও শামিকে ‘বিকৃত মানসিকতার মানুষ’ বলে মন্তব্য করেছিলেন হাসিন জাহান।

হাসিন জাহান বলেন, ‘যে মানুষটা বিকৃত মানসিকতার, যার মাথায় অপরাধ ঘোরে, যে নিজের স্ত্রী-সন্তানকেও সমস্যার দিকে ঠেলে দেয়, যে কিছু ছিল না হঠাৎ অনেক কিছু পেয়ে যায়, তাদের মধ্যে অহংকার ও ঔদ্ধত্য জন্ম নেয়। এই ধরনের লোকেরা নিজেরাই বুঝতে পারে না তারা কোথায় দাঁড়িয়ে, কী করছে, আর কেন করছে। শামি এখন সম্পূর্ণরূপে অহংকারে অন্ধ। যেদিন সেই অহংকার ভেঙে পড়বে, সেদিন স্ত্রী-সন্তানকে ও নিজের কৃতকর্মকে মনে পড়বে। এখনও পর্যন্ত সেই অহংকারের জন্যই সে একবারও আমার বা মেয়ের খোঁজ নেয়নি। বরং শেষবার মেয়ের সঙ্গে দেখা করেছিল শুধুমাত্র মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভয়ে।’

২০২৩ সালে এক জেলা আদালতের নির্দেশে মোহম্মদ শামিকে মাসে ৫০ হাজার টাকা স্ত্রী ও ৮০ হাজার হাজার টাকা কন্যার ভরণপোষণ দেওয়ার কথা বলা হয়েছিল। 

সেই রায়ের বিরুদ্ধে হাসিন জাহান হাই কোর্টে যান। হাই কোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জির মন্তব্য ছিল, ‘আমার মতে, স্ত্রীকে মাসে দেড় লাখ এবং কন্যাকে আড়াই লাখ টাকা দেওয়া ন্যায্য ও যুক্তিসংগত, যাতে তারা আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারেন। যতদিন না মূল মামলা নিষ্পত্তি হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘তবে সন্তানের বিষয়ে স্বামী স্বেচ্ছায় অতিরিক্তভাবে শিক্ষাগত বা অন্য যৌক্তিক খরচে সহায়তা করতে পারেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালে মডেল অভিনেত্রী জাহানের সঙ্গে বিয়ে হয় শামির। ২০১৫ সালে তাদের কন্যাসন্তানের জন্ম। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হাসিন জাহান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম