Logo
Logo
×

খেলা

দায়সারা শটে বিপদ বাড়ালেন অধিনায়ক মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

দায়সারা শটে বিপদ বাড়ালেন অধিনায়ক মিরাজ

মেহেদি মিরাজ। ফাইল ছবি

সেট ব্যাটার পারভেজ ইমন ফেরার পর মাঠে নেমেছিলেন অধিনায়ক মেহেদী মিরাজ। একজন অভিজ্ঞ ব্যাটার এবং অধিনায়কের কাছে তখন দলের প্রত্যাশা ছিল অনেক। কোথায় অন্য প্রান্তে থাকা তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করবেন, দলের ব্যাটিংয়ের হাল ধরবেন-মিরাজ উলটো সাজঘরের পথ ধরলেন দায়িত্বজ্ঞানহীন এক শট খেলে।

দুশমন্ত চামিরার বলে হুক করলেন, কিন্তু টাইমিং হলো না। লং লেগ এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুজন ফিল্ডার রেখে এমন শট খেলা বোকামি। তবু মিরাজ খেললেন-ফলাফল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাতুম নিসাঙ্কার ক্যাচ প্র্যাকটিস করিয়ে বিদায়।

ফেরার দুই অঙ্কও ছুঁতে পারেননি মিরাজ। ১০ বল খেলে ১ চারে করেছেন ৯ রান।

১২৬ রানে চতুর্থ উইকেট খুইয়ে এখন বিপদ দেখছে বাংলাদেশ। ১৫ রানে ব্যাট করছেন হৃদয়। নতুন ক্রিজে এসেছেন শামীম পাটোয়ারী।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে ৭৭ রানে হেরে যায় মেহেদী মিরাজের দল। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে তাই জয়ে বিকল্প নেই সফরকারীদের সামনে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম