Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডে ভারতীয় তারকার রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম

ইংল্যান্ডে ভারতীয় তারকার রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে বল দুর্দান্ত পারফরম্যান্সে করেছেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। এই দুই ধসিয়ে দেন ইংল্যান্ডকে। 

সিরাজ ৭০ রান খরচ করে ৬ উইকেট শিকার করে মাইলফলক স্পর্শ করেন। ১৯৯৩ সালের পর বিদেশের মাঠে কোনো দলের পেসার হিসেবে এজবাস্টনে ৬ উইকেট শিকার করলেন সিরাজ।

এই তালিকায় সবার উপরে পাকিস্তানের কিংবদন্তি ইমরান খান। তিনি  ১৯৮২ সালে ৫২ রান খরচ করে ৭ উইকেট তুলেছিলেন। ১৯৮৬ সালে ভারতের চেতন শর্মাও ৬ উইকেট তুলেছিলেন। 

সিরাজের আগে ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার পল রেইফেলও ৬ উইকেট পেয়েছিলেন। ঘটনাচক্রে তিনি এই ম্যাচের টিভি আম্পায়ার।

ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম পাঁচ উইকেট। তার আগে মাত্র ৫ জন ভারতীয় পেসারের এই কৃতিত্ব রয়েছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাতেও ‘পাঞ্জা’ রয়েছে সিরাজের। 

অন্যদিকে চার উইকেট তুলেছেন আকাশ দীপ। ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। তার মধ্যে ডাকেট, অল পোপের উইকেট পান আকাশ দীপ। বেন স্টোকস, ব্রাইডন কার্স, জশ টং ও সোয়েব বশিরকে আউট করেন সিরাজ। এই প্রথমবার টেস্টের এক ইনিংসে ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন।

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ শচীন টেন্ডুলকার।  তিনি লিখেছেন, “সিরাজের বোলিংয়ে যে পরিবর্তনটা আমি দেখেছি, সেটা হল ধারাবাহিকতা ও নিপুণতা বাড়িয়েছে। সঠিক জায়গায় বল করছে। সেটার জন্যই ৬ উইকেট পেয়েছে। আকাশ দীপও সমর্থন জুগিয়েছে। অসাধারণ।”

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম