
তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
মাত্রই ফিফটি ছুঁয়েছিলেন তাওহীদ হৃদয়। বাউন্ডারির দেখা না পেলেও ডাবলস নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন। ৪০তম ওভারে দুটি ডাবলস নিয়েছিলেন। ৪১তম ওভারের দ্বিতীয় বলেও দুই রান নিতে চেয়েছিলেন তিনি। অন্য প্রান্তে থাকা তানজিম সাকিবও সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু ফিল্ডারের হাতে বল দেখে দ্বিতীয় রান নেওয়ার সময় হঠাৎ হৃদয়কে ফিরিয়ে দেন। ক্রিজের মাঝপথে পৌঁছে যাওয়া হৃদয় আর নন-স্ট্রাইক প্রান্তে ফিরতে পারেননি। তার আগেই বেলস ফেলে দেন বোলার দুনিথ ওয়েলালাগে।
তাতে ৫১ রানেই শেষ হয় হৃদয়ের ইনিংস। দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে ফিফটি পর্যন্ত পৌঁছানো হৃদয়ের আউটের ধরনে ব্যাপক হতাশা প্রকাশ করেন। রাগে ব্যাট ছুড়ে ফেলে দেন ক্রিজে।
হৃদয়ের পর ক্রিজে আসা হাসান মাহমুদ ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদ পড়েছেন তানভির ইসলাম (৪)।
৪১.৫ ওভারে ২১৮ রানে নবম উইকেট পতন হয়েছে বাংলাদেশের।