ব্যাট হাতে ক্যামিওর পর বোলিংয়েও শুরুতেই সাকিব-ঝলক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
শেষদিকে তানজিম সাকিবের ব্যাটিং ঝলকেই আড়াইশর কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশের সংগ্রহ। ২১ বলে সমান দুটি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তাতে ৪৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৮ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।
ব্যাট হাতে অবদান রাখার পর বোলিংয়েও শুরুতেই জাদু দেখিয়েছেন সাকিব। দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার ইন-ফর্ম অপেনার পাতুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়েছেন তিনি।
তার বল ঠিকঠাক মোকাবিলা করতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৮ বলে ৫ রান করা নিসাঙ্কা।
তবে শুরুতেই হোঁচট খেলেও সে ধাক্কা দ্রুতই কাটিয়ে নেওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা। অন্য ওপেনার নিশান মাদুশকা এবং তিনে নামা কুশল মেন্ডিস মিলে দ্রুত রান তুলছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৪০ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২০৯ রান, বাংলাদেশের চাই ৯ উইকেট।