Logo
Logo
×

খেলা

তানভীরের ঘূর্ণিতে অসহায় শ্রীলঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

তানভীরের ঘূর্ণিতে অসহায় শ্রীলঙ্কা

উইকেট পেয়ে হাওয়ায় ভাসছেন তানভীর ইসলাম। ছবি: সংগৃহীত

কুশল মেন্ডিস-চারিথ আসালাঙ্কারা ফিরে যাওয়ার পর লঙ্কানদের আশার প্রতীক হয়ে টিকেছিলেন কামিন্দু মেন্ডিস। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা তানভীর ইসলামের ঘূর্ণির সামনে দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনিও।

তানভীরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শর্ট মিডউইকেটে অধিনায়ক মেহেদী মিরাজের হাতে লোপ্পা ক্যাচ দিয়েছেন কামিন্দু। তার ব্যাটে এসেছে ৫১ বলে ৩৩ রান।

১২৬ রানে পঞ্চম উইকেট খুইয়ে বেশ বিপদেই পড়েছে লঙ্কানরা। জয়ের জন্য এখনো ১২৩ রান প্রয়োজন তাদের, বাংলাদেশের চাই ৫ রান।

এর আগে ওপেনার নিশান মাদুশকা (১৭) এবং তিনে নামা কুশল মেন্ডিসের (৫৬) উইকেটও ঝুলিতে পোরেন তানভীর ইসলাম।

অন্যদিকে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে (৬) সাজঘরের পথ চেনান শামীম পাটোয়ারী। আর ইনিংসের শুরুতেই ইন-ফর্ম ওপেনার পাতুম নিসাঙ্কাকে (৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার তানজিম সাকিব।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে থামে বাংলাদেশ। পারভেজ ইমন (৬৭) এবং তাওহীদ হৃদয়ের (৫১) ফিফটি এবং সাকিবের ক্যামিওতে এই লড়াকু পুঁজি পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম