
ফলো করুন |
|
---|---|
বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসেও শুভমান গিলের সেঞ্চুরি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি (২৬৯) করা গিল, দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে খেলেন ১৬১ রানের ইনিংস খেলে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন।
একই টেস্ট ম্য়াচে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করেছেন-
ডগ ওয়াল্টার্স : প্রথম ইনিংস (২৪২) এবং দ্বিতীয় ইনিংস (১০৩) - বনাম ওয়েস্ট ইন্ডিজ, সিডনি, ১৯৬৯
সুনীল গাভাসকার : প্রথম ইনিংস (১২৪) এবং দ্বিতীয় ইনিংস (২২০) - বনাম ওয়েস্ট ইন্ডজ, পোর্ট অফ স্পেন, ১৯৭১
লরেন্স রোবে : প্রথম ইনিংস (২১৪) এবং দ্বিতীয় ইনিংস (১০০*) - বনাম নিউজিল্য়ান্ড, কিংসটন, ১৯৭২
গ্রেগ চ্যাপেল : প্রথম ইনিংস (২৪৭*) এবং দ্বিতীয় ইনিংস (১৩৩) - বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ১৯৭৪
গ্রাহাম গুচ : প্রথম ইনিংস (৩৩৩) এবং দ্বিতীয় ইনিংস (১২৩) - বনাম ভারত, লর্ডস, ১৯৯০
ব্রায়ান লারা : প্রথম ইনিংস (২২১) এবং দ্বিতীয় ইনিংস (১৩০) - বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ২০০১
কুমার সঙ্গকারা : প্রথম ইনিংস (৩১৯) এবং দ্বিতীয় ইনিংস (১০৫) - বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০১৪
মারনাস লাবুশেন : প্রথম ইনিংস (২০৪) এবং দ্বিতীয় ইনিংস (১০৪) - বনাম ওয়েস্ট ইন্ডিজ, পার্থ, ২০২২
শুভমান গিল : প্রথম ইনিংস (২৬৯) এবং দ্বিতীয় ইনিংস (১০০*) - বনাম ইংল্যান্ড, বার্মিংহাম, ২০২৫
শনিবার করুণ নায়ার আউট হওয়ার পরই শুভমান ব্য়াট করতে নেমেছিলেন। শুরু থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে দ্রুতগতিতে রান তুলতে হবে। সেই অনুসারেই ব্য়াট করতে শুরু করেন তিনি। চতুর্থ দিন চা-পানের বিরতি পর্যন্ত ১৩০ বলে ১০০ করে মাঠ ছাড়লেন তিনি। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনিও ২৫ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়া আপাতত ৪৮৪ রানের লিড নিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে অন্তিম সেশনে কতক্ষণ ব্যাট করে টিম ইন্ডিয়া, সেটাই এখন দেখার।