Logo
Logo
×

খেলা

জোটার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তার পরিবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ এএম

জোটার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তার পরিবার

সংগৃহীত ছবি

চোখের জল একদিন শুকিয়ে যাবে, ফুলের পাপড়ি ঝরে যাবে। শোকের তীব্রতাও হয়তো কমে যাবে। সবাই যখন ছক বাঁধা জীবনে ব্যস্ত হয়ে পড়বে, তিন সন্তানকে নিয়ে তখন রুঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে দিয়োগো জোটার হতভাগ্য স্ত্রী রুতে কারদোসোকে। 

বিয়ের দুই সপ্তাহ না যেতেই ভালোবাসার মানুষটিকে চিরতরে হারানো কারদোসোর জন্য কঠিন সময় যেন কঠিনতর না হয়ে ওঠে, তা নিশ্চিত করতে অসাধারণ উদ্যোগ নিয়েছে লিভারপুল। জোটার চুক্তির বাকি সময়ের পুরো অর্থ তার পরিবারের হাতে তুলে দেবে ইংলিশ চ্যাম্পিয়নরা।

ক্লাবের অনুশীলনে যোগ দিতে সড়কপথে লিভারপুলে ফেরার পথে গত বৃহস্পতিবার স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইসহ নিহত হন পর্তুগিজ ফরোয়ার্ড জোটা। শনিবার পর্তুগালের গোন্দোমার শহরে শেষকৃত্য অনুষ্ঠান শেষে সমাহিত করা হয়েছে দুই ভাইকে। শেষকৃত্য অনুষ্ঠানে জোটার ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন।

ক্লাবের পক্ষ থেকে জোটার জার্সিসদৃশ ফুলের তোড়া হাতে চোখের জলে প্রয়াত সতীর্থকে শেষ বিদায় জানান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

এর আগে জোটার সম্মানে তার ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। তবে জোটার চুক্তির বাকি দুই বছরের বেতন তার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত সব কিছু ছাপিয়ে গেছে। 

লিভারপুলের সঙ্গে জোটার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তার সাপ্তাহিক বেতন ছিল এক লাখ ৪০ হাজার পাউন্ড। সেই অনুযায়ী দুই বছরে প্রায় এক কোটি ৪৫ লাখ পাউন্ড পারিশ্রমিক পেতেন জোটা। এখন সেটি পাবে তার পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম