ফাইনালে হারের পর যা বললেন বাবর আজম
তারুণ্য নির্ভর শ্রীলংকার কাছে সুপার ফোরের পর ফাইনালেও হারল পাকিস্তান। রোববার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।
বাবর আজম বলেন, শ্রীলংকাকে ধন্যবাদ দিতে চাই। অসাধারণ ক্রিকেট খেলেছে। শুরুতে আমরা প্রভাব বিস্তার করেছিলাম। এরপর তাদের পার্টনারশিপ ছিল অসাধারণ। দুবাইয়ের মতো এই পিচও ভালো ছিল। ব্যাটিংয়ে আমরা দল হিসেবে খেলতে পারিনি।
বোলিংয়ের সময় ১৫-২০ রান বেশি দিয়েছিলেন- এমন প্রশ্নে বাবর বলেন, যেভাবে শেষ করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। আমাদের ফিল্ডিং ভালো ছিল না। মিডল অর্ডারও ভালো ব্যাট করতে পারেনি। তারপরও ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স ছিল, যেমন- রিজওয়ান, সাদাব, নওয়াজ, নাসিম।
বাবর বলেন, এটা খেলারই অংশ। এ ধরনের খেলা থেকে যত বেশি শেখা যায় ততই ভালো। তবে অবশ্যই ভুলের সংখ্যা কমাতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফাইনালে হারের পর যা বললেন বাবর আজম
তারুণ্য নির্ভর শ্রীলংকার কাছে সুপার ফোরের পর ফাইনালেও হারল পাকিস্তান। রোববার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।
বাবর আজম বলেন, শ্রীলংকাকে ধন্যবাদ দিতে চাই। অসাধারণ ক্রিকেট খেলেছে। শুরুতে আমরা প্রভাব বিস্তার করেছিলাম। এরপর তাদের পার্টনারশিপ ছিল অসাধারণ। দুবাইয়ের মতো এই পিচও ভালো ছিল। ব্যাটিংয়ে আমরা দল হিসেবে খেলতে পারিনি।
বোলিংয়ের সময় ১৫-২০ রান বেশি দিয়েছিলেন- এমন প্রশ্নে বাবর বলেন, যেভাবে শেষ করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। আমাদের ফিল্ডিং ভালো ছিল না। মিডল অর্ডারও ভালো ব্যাট করতে পারেনি। তারপরও ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স ছিল, যেমন- রিজওয়ান, সাদাব, নওয়াজ, নাসিম।
বাবর বলেন, এটা খেলারই অংশ। এ ধরনের খেলা থেকে যত বেশি শেখা যায় ততই ভালো। তবে অবশ্যই ভুলের সংখ্যা কমাতে হবে।