সেমিফাইনালে পাকিস্তান, যে বার্তা দিলেন রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ০১:২৭:৫০ | অনলাইন সংস্করণ
ঝুলিতে প্রথম দুই ম্যাচের পর এক পয়েন্ট না থাকলেও ভাগ্যের জোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান।নিজের দলের এই ভাগ্য খুলে যাওয়ার পরই বিশেষ বার্তা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
অলৌকিকভাবে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান, যা রোববার সকালেও হয়ত ভাবেনি দেশটির অধিকাংশ মানুষ। তবে নেদারল্যান্ডসের ‘উপহারের’ পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে শাহিন-আফ্রিদিরা।তারপরই টুইটারে ধর্মীয় বার্তা দেন রমিজ রাজা। বলেন, ‘সবই আল্লাহর পরিকল্পনা।’
রমিজ রাজা টুইটে লিখেন, ‘ওরা পরিকল্পনা করেন এবং আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ সেরা পরিকল্পনা করে থাকেন।’
টুইটে পাকিস্তানের সেমিফাইনালের ওঠার বিষয়ে কোনো কিছু উল্লেখ না করলেও রামিজ রাজার ইঙ্গিতটা সেদিকেই ছিল, তেমনটাই মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য,এবার ভারতের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছিল পাকিস্তান।পরের ম্যাচে আবার অঘটন ঘটে। জিম্বাবুয়ের বিরুদ্ধে এক রানে হেরে যান বাবর আজমরা। ফলে দুই ম্যাচ পরে পাকিস্তানের ঝুলিতে এক পয়েন্টও ছিল না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেমিফাইনালে পাকিস্তান, যে বার্তা দিলেন রমিজ রাজা
ঝুলিতে প্রথম দুই ম্যাচের পর এক পয়েন্ট না থাকলেও ভাগ্যের জোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান।নিজের দলের এই ভাগ্য খুলে যাওয়ার পরই বিশেষ বার্তা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
অলৌকিকভাবে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান, যা রোববার সকালেও হয়ত ভাবেনি দেশটির অধিকাংশ মানুষ। তবে নেদারল্যান্ডসের ‘উপহারের’ পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে শাহিন-আফ্রিদিরা।তারপরই টুইটারে ধর্মীয় বার্তা দেন রমিজ রাজা। বলেন, ‘সবই আল্লাহর পরিকল্পনা।’
রমিজ রাজা টুইটে লিখেন, ‘ওরা পরিকল্পনা করেন এবং আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ সেরা পরিকল্পনা করে থাকেন।’
টুইটে পাকিস্তানের সেমিফাইনালের ওঠার বিষয়ে কোনো কিছু উল্লেখ না করলেও রামিজ রাজার ইঙ্গিতটা সেদিকেই ছিল, তেমনটাই মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, এবার ভারতের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছিল পাকিস্তান।পরের ম্যাচে আবার অঘটন ঘটে। জিম্বাবুয়ের বিরুদ্ধে এক রানে হেরে যান বাবর আজমরা। ফলে দুই ম্যাচ পরে পাকিস্তানের ঝুলিতে এক পয়েন্টও ছিল না।