এ সময়টাই জীবনের সেরা মুহূর্ত: শাহিন আফ্রিদি

 অনলাইন ডেস্ক 
৩০ এপ্রিল ২০২৩, ০৫:৩৫ পিএম  |  অনলাইন সংস্করণ
শাহিন
ফাইল ছবি

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথম যখন ক্রিকেট মাঠে পা রেখেছিলেন সেই সময়কার একটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি লিখেছেন- ‘জীবনে এমন একটি মুহূর্ত আসে যা আপনার জীবনকে পরিপূর্ণতা দেয়।’ খবর জিও নিউজের। 

এই পেসার বলেন, ক্রিকেট আমার জীবন এবং এ সময়টাই আমার জীবনের সেরা মুহূর্ত। এমন একদিন ছিল যখন আমি শূন্য থেকে শুরু করেছিলাম। 

শাহিন আরও বলেন, যখন আপনার কিছুই নেই তখন আপনার ক্ষুধা থাকে, ইচ্ছা থাকে এবং আরও অনেক কিছু করার আবেগ থাকে। কখনই থামতে চায় না এই মন!

শাহিন মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে খেলা শুরু করেন। 

বর্তমানে রাওয়ালপিন্ডিতে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন তিনি। তবে ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইহসানউল্লাহ।

ওপেনার ফখর জামানের সেঞ্চুরিতে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে পাঁচ উইকেট এবং শনিবার দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জিতেছে স্বাগতিকরা। 

চলতি সিরিজের অন্য ম্যাচগুলো ৩, ৫ ও ৭ মে করাচিতে অনুষ্ঠিত হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন