বিরাট ও বাবরের রেকর্ড ভাঙলেন ফখর

 অনলাইন ডেস্ক 
৩০ এপ্রিল ২০২৩, ০৭:১৩ পিএম  |  অনলাইন সংস্করণ
বিরাট
ফাইল ছবি

পাকিস্তানের ওপেনার ফখর জামানের সময়টা দারুণ কাটছে। টানা তিন ম্যাচে পেয়েছেন শতকের দেখা। তিনি এ বছর আরও যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও আছে একটি ফিফটি। 

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে একাই করলেন ১৮০ রান। তার এই ইনিংসে নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখেই।

১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ভেঙে ফেললেন বাবর আজমের রেকর্ড। অসাধারণ এই ইনিংসটি খেলে ওয়ানডেতে ৩০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হিসেবে তিন হাজার রান করার রেকর্ড গড়লেন ফখর। একই সঙ্গে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন হাজার রান করে ফেলেন তিনি। 

৬৭টি ইনিংস খেলে তিনি ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান। 

তিন হাজার রানের মাইলফলকে পৌঁছতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের লেগেছিল ৬৮টি ইনিংস। 

তবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হিসেবে তিন হাজার রান করার রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। 

৫৭টি ইনিংস খেলে তিনি তিন হাজার রান করেন। 

ফখরের মতো ওয়েস্ট ইন্ডিজের শাই হোপও ৬৭টি ইনিংস খেলেছিলেন। ভিভ রিচার্ডসের লেগেছিল ৬৯টি ইনিংস। বিরাট কোহলির লেগেছিল ৭৫ ইনিংস।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন