বিরাট ও বাবরের রেকর্ড ভাঙলেন ফখর
পাকিস্তানের ওপেনার ফখর জামানের সময়টা দারুণ কাটছে। টানা তিন ম্যাচে পেয়েছেন শতকের দেখা। তিনি এ বছর আরও যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও আছে একটি ফিফটি।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে একাই করলেন ১৮০ রান। তার এই ইনিংসে নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখেই।
১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ভেঙে ফেললেন বাবর আজমের রেকর্ড। অসাধারণ এই ইনিংসটি খেলে ওয়ানডেতে ৩০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হিসেবে তিন হাজার রান করার রেকর্ড গড়লেন ফখর। একই সঙ্গে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন হাজার রান করে ফেলেন তিনি।
৬৭টি ইনিংস খেলে তিনি ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান।
তিন হাজার রানের মাইলফলকে পৌঁছতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের লেগেছিল ৬৮টি ইনিংস।
তবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হিসেবে তিন হাজার রান করার রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
৫৭টি ইনিংস খেলে তিনি তিন হাজার রান করেন।
ফখরের মতো ওয়েস্ট ইন্ডিজের শাই হোপও ৬৭টি ইনিংস খেলেছিলেন। ভিভ রিচার্ডসের লেগেছিল ৬৯টি ইনিংস। বিরাট কোহলির লেগেছিল ৭৫ ইনিংস।
বিরাট ও বাবরের রেকর্ড ভাঙলেন ফখর
অনলাইন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৯:১৩:৫৯ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের ওপেনার ফখর জামানের সময়টা দারুণ কাটছে। টানা তিন ম্যাচে পেয়েছেন শতকের দেখা। তিনি এ বছর আরও যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও আছে একটি ফিফটি।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে একাই করলেন ১৮০ রান। তার এই ইনিংসে নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখেই।
১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ভেঙে ফেললেন বাবর আজমের রেকর্ড। অসাধারণ এই ইনিংসটি খেলে ওয়ানডেতে ৩০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হিসেবে তিন হাজার রান করার রেকর্ড গড়লেন ফখর। একই সঙ্গে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন হাজার রান করে ফেলেন তিনি।
৬৭টি ইনিংস খেলে তিনি ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান।
তিন হাজার রানের মাইলফলকে পৌঁছতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের লেগেছিল ৬৮টি ইনিংস।
তবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হিসেবে তিন হাজার রান করার রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
৫৭টি ইনিংস খেলে তিনি তিন হাজার রান করেন।
ফখরের মতো ওয়েস্ট ইন্ডিজের শাই হোপও ৬৭টি ইনিংস খেলেছিলেন। ভিভ রিচার্ডসের লেগেছিল ৬৯টি ইনিংস। বিরাট কোহলির লেগেছিল ৭৫ ইনিংস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023