Logo
Logo
×

তাজা খবর

ও ভালো মানুষ, ভালো মানুষ খারাপ কাজ করে না: শেখ তন্ময়ের স্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:০২ এএম

ও ভালো মানুষ, ভালো মানুষ খারাপ কাজ করে না: শেখ তন্ময়ের স্ত্রী

‘ও খুব ভালো মানুষ। আর ভালো মানুষ কখনও খারাপ কাজ করতে পারে না। খারাপ মানুষ দিয়ে কখনও ভালো কাজ হয় না। আমি তন্ময়ের জন্য আপনাদের কাছে ভোট চাই।’

কথাগুলো বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের স্ত্রী শেখ ইফরার। গতকাল নির্বাচনী প্রচারের শেষ দিনে স্বামীর পক্ষে ভোট চেয়ে এসব কথা বলেন তন্ময়ের স্ত্রী।

বৃহস্পতিবার বিকালে ঐতিহাসিক খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ তন্ময়ের সহধর্মিণীর বক্তব্যের সময় ভোটাররা মুহুর্মুহু স্লোগান দেন। তারা তাকে স্বাগত জানান।

জনসভায় দেয়া ভাষণে শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, নেতা হতে আসিনি-এসেছি আপনাদের সেবা করতে। আপনাদের কাছে একটিই চাওয়া-আমাকে সেবা করার সুযোগ দিন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমি যেন সেই ভালোবাসার মূল্য দিতে পারি।

জনসভার প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন বলেন, আজ পদ্মা সেতু দৃশ্যমান, মোংলাবন্দর কর্মচঞ্চল। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে বাগেরহাটের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

প্রসঙ্গত, শেখ তন্ময় বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বাবা শেখ হেলাল বঙ্গবন্ধুর ভাতিজা। 

শেখ সারহান নাসের তন্ময়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম