ভূটানের তথ্য ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে ড্রিম ৭১ এর বৈঠক
ভূটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী কারমা ডোনেন ওয়াংডিয়ের সঙ্গে ড্রিম৭১- এর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ড্রিম৭১ এর পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির। এ সময় ড্রিম৭১ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মিস ফুব জ্যাম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূটান এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রাশাদ কবির ভূটানে ড্রিম৭১ এর অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ভূটানের মাননীয় মন্ত্রী এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। ভূটান সরকারের বিভিন্ন অটোমেশনের কাজে ড্রিম৭১ এর মতো কোম্পানির প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত আইসিটি মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান মমন্ত্রণালয়ের সঙ্গেও ড্রিম৭১ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশসহ ১০টি দেশে সফটওয়্যার রফতানি করছে ড্রিম৭১। বাংলাদেশ ছাড়াও সাইপ্রাসে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।
ভূটানের তথ্য ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে ড্রিম ৭১ এর বৈঠক
যুগান্তর ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ১৭:৫০:২২ | অনলাইন সংস্করণ
ভূটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী কারমা ডোনেন ওয়াংডিয়ের সঙ্গে ড্রিম৭১- এর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে ড্রিম৭১ এর পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির। এ সময় ড্রিম৭১ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মিস ফুব জ্যাম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূটান এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রাশাদ কবির ভূটানে ড্রিম৭১ এর অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ভূটানের মাননীয় মন্ত্রী এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। ভূটান সরকারের বিভিন্ন অটোমেশনের কাজে ড্রিম৭১ এর মতো কোম্পানির প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত আইসিটি মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান মমন্ত্রণালয়ের সঙ্গেও ড্রিম৭১ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশসহ ১০টি দেশে সফটওয়্যার রফতানি করছে ড্রিম৭১। বাংলাদেশ ছাড়াও সাইপ্রাসে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023