Logo
Logo
×

আইটি বিশ্ব

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড্রিম৭১ এমডি রাশাদ কবিরের বৈঠক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ এএম

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড্রিম৭১ এমডি রাশাদ কবিরের বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড্রিম৭১ এমডি রাশাদ কবিরের বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং এর সঙ্গে ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশাদ কবিরের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ড্রিম৭১ এর পক্ষে লোকাল সেলস ম্যানেজার নাজমুল গণি এবং এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার কাজি রুহুল আবরারও উপস্থিত ছিলেন। 

ভুটানের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব চেঞ্চো এবং ভুটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিস ফুব জ্যাম।  

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আইটি সেক্টরের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ডিজিটাল ভুটান নির্মাণে লোকাল কোম্পানির পাশাপাশি ড্রিম৭১ এর মত আন্তর্জাতিক কোম্পানিরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন।  

তিনি লোকাল ক্যাপাসিটর ডেভেলপমেন্ট এর ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন।  

বৈঠকে ড্রিম৭১ এর রাশাদ কবিরও এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগীতার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, বাংলাদেশসহ ১০টি দেশে ড্রিম৭১ এর সফটওয়্যার চলছে।  

নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভুটান সরকারকে সর্বাত্মক সহযোগীতারও প্রতিশ্রুতি দেন তিনি।  

উল্লেখ্য গত ২০ জানুয়ারি থেকে ড্রিম৭১ নিজেদের উদ্যোগে ভুটানে অনেক বৈঠক করেছে। প্রধানমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রীর সাথেও বৈঠক করেছে ড্রিম৭১।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম