দেশের সর্বপ্রথম ইনভেসিং ফিনটেক অ্যাপ নিয়ে আসলো ‘লেনদেন’

 আইটি ডেস্ক 
০১ মার্চ ২০২১, ১২:২৬ পিএম  |  অনলাইন সংস্করণ

দেশে প্রথমবারের মত অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় বিক্রি রশিদ তৈরির জন্য লেনদেন নামে একটি অ্যাপ তৈরি করেছে লেনদেন টেকনোলজিস। যারা ফেসবুকের মাধ্যমে ই-কমার্স পরিচালনা করেন কিংবা মাইক্রো মার্চেন্ট তাদের জন্য এই অ্যাপটি খুবই সহায়ক হবে।

দৈনিক ব্যবসার হিসাব ও বিক্রয় রশিদ খুব সহজে তৈরি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসায় উপকার ভোগ করতে পারবেন। গ্রাহদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপের ফিচার আপডেট করতে লেনদেন টেকনোলজিস বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই একটি অ্যাপের মাধ্যমে কম সুবিধাপ্রাপ্ত ক্ষুদ্র ও ডিজিটাল মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের সব ধরনের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে। একইসাথে তাদেরকে অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্ত করতে লেনদেন কাজ করছে।

অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং আইওএস সংস্করণের কাজ ডেভেলপমেন্ট পর্যায় আছে। খুব শিগগির গ্রাহকদের জন্য আরও কিছু নতুন ফিচার যোগ হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন