দেশের সর্বপ্রথম ইনভেসিং ফিনটেক অ্যাপ নিয়ে আসলো ‘লেনদেন’
দেশে প্রথমবারের মত অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় বিক্রি রশিদ তৈরির জন্য লেনদেন নামে একটি অ্যাপ তৈরি করেছে লেনদেন টেকনোলজিস। যারা ফেসবুকের মাধ্যমে ই-কমার্স পরিচালনা করেন কিংবা মাইক্রো মার্চেন্ট তাদের জন্য এই অ্যাপটি খুবই সহায়ক হবে।
দৈনিক ব্যবসার হিসাব ও বিক্রয় রশিদ খুব সহজে তৈরি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসায় উপকার ভোগ করতে পারবেন। গ্রাহদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপের ফিচার আপডেট করতে লেনদেন টেকনোলজিস বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই একটি অ্যাপের মাধ্যমে কম সুবিধাপ্রাপ্ত ক্ষুদ্র ও ডিজিটাল মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের সব ধরনের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে। একইসাথে তাদেরকে অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্ত করতে লেনদেন কাজ করছে।
অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং আইওএস সংস্করণের কাজ ডেভেলপমেন্ট পর্যায় আছে। খুব শিগগির গ্রাহকদের জন্য আরও কিছু নতুন ফিচার যোগ হবে।
দেশের সর্বপ্রথম ইনভেসিং ফিনটেক অ্যাপ নিয়ে আসলো ‘লেনদেন’
আইটি ডেস্ক
০১ মার্চ ২০২১, ১২:২৬:০৩ | অনলাইন সংস্করণ
দেশে প্রথমবারের মত অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় বিক্রি রশিদ তৈরির জন্য লেনদেন নামে একটি অ্যাপ তৈরি করেছে লেনদেন টেকনোলজিস। যারা ফেসবুকের মাধ্যমে ই-কমার্স পরিচালনা করেন কিংবা মাইক্রো মার্চেন্ট তাদের জন্য এই অ্যাপটি খুবই সহায়ক হবে।
দৈনিক ব্যবসার হিসাব ও বিক্রয় রশিদ খুব সহজে তৈরি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসায় উপকার ভোগ করতে পারবেন। গ্রাহদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপের ফিচার আপডেট করতে লেনদেন টেকনোলজিস বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই একটি অ্যাপের মাধ্যমে কম সুবিধাপ্রাপ্ত ক্ষুদ্র ও ডিজিটাল মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের সব ধরনের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে। একইসাথে তাদেরকে অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্ত করতে লেনদেন কাজ করছে।
অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং আইওএস সংস্করণের কাজ ডেভেলপমেন্ট পর্যায় আছে। খুব শিগগির গ্রাহকদের জন্য আরও কিছু নতুন ফিচার যোগ হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023