‘হেল্পলাইন ১০০’ আধুনিকীকরণে জেনেক্স ও বিটিআরসির চুক্তি
যুগান্তর প্রতিবেদন
২৬ জানুয়ারি ২০২২, ২৩:০২:৩৭ | অনলাইন সংস্করণ
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের অভিযোগ দেওয়ার প্ল্যাটফর্ম ‘হেল্পলাইন ১০০’ আরো আধুনিকীকরণে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
সম্প্রতি বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে তিন বছর মেয়াদী এই চুক্তিতে স্বাক্ষর করেন বিটিআরসি এবং জেনেক্স ইনফোসিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সারাদেশের গ্রাহকদের কাছ থেকে টেলিকমিউনিকেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কমপ্লেইন্স ফর টেলিকমিউনিকেশন সার্ভিস (সিটিএস) নামে একটি কল সেন্টার স্থাপন করে বিটিআরসি। সেই থেকে হেল্পলাইন ১০০’তে কল করে সেবা পেয়ে আসছেন মোবাইল গ্রাহকরা।
এ চুক্তিতে বিটিআরসির পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপক সাজেদা পারভিন এবং জেনেক্স ইনফোসিসের পক্ষে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্রও সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার বলেন, হেল্পলাইন ১০০ কে আধুনিকীকরণের জন্য জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অভিযোগ গ্রহণের এই প্রক্রিয়ায় স্মার্ট আইভিআর, চ্যাটবক্স এবং হোয়াটসঅ্যাপের মতো সার্ভিসগুলোর সংযোজন গ্রাহকদের অভিযোগ এবং পরামর্শ প্রদানের পথ সহজ করবে।
অনুষ্ঠানে হেল্পলাইন ১০০ নিয়ে নানা প্রত্যাশার কথা জানান, ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্র, কমিশনার ইঞ্জিনিয়ার একেএম শহীদুজ্জামান; ডিরেক্টর জেনারেল (এসএস ডিভিশন) ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনেক্সের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে টেলিকমিউনিকেশন রেগুলেটরদের যোগাযোগ নিশ্চিত করতে হেল্পলাইন ১০০ একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। দেশে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং নতুন প্রযুক্তির সঙ্গে গ্রাহকের প্রাঞ্জল অভিজ্ঞতা নিশ্চিতকরণে শুরু থেকেই কাজ করে আসছে জেনেক্স ইনফোসিস। বিটিআরসির সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে ডিজিটাল সার্ভিস দিতে বিটিআরসির সঙ্গে আমরা আরো কাজ করতে চাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘হেল্পলাইন ১০০’ আধুনিকীকরণে জেনেক্স ও বিটিআরসির চুক্তি
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের অভিযোগ দেওয়ার প্ল্যাটফর্ম ‘হেল্পলাইন ১০০’ আরো আধুনিকীকরণে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
সম্প্রতি বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে তিন বছর মেয়াদী এই চুক্তিতে স্বাক্ষর করেন বিটিআরসি এবং জেনেক্স ইনফোসিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সারাদেশের গ্রাহকদের কাছ থেকে টেলিকমিউনিকেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কমপ্লেইন্স ফর টেলিকমিউনিকেশন সার্ভিস (সিটিএস) নামে একটি কল সেন্টার স্থাপন করে বিটিআরসি। সেই থেকে হেল্পলাইন ১০০’তে কল করে সেবা পেয়ে আসছেন মোবাইল গ্রাহকরা।
এ চুক্তিতে বিটিআরসির পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপক সাজেদা পারভিন এবং জেনেক্স ইনফোসিসের পক্ষে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্রও সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার বলেন, হেল্পলাইন ১০০ কে আধুনিকীকরণের জন্য জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অভিযোগ গ্রহণের এই প্রক্রিয়ায় স্মার্ট আইভিআর, চ্যাটবক্স এবং হোয়াটসঅ্যাপের মতো সার্ভিসগুলোর সংযোজন গ্রাহকদের অভিযোগ এবং পরামর্শ প্রদানের পথ সহজ করবে।
অনুষ্ঠানে হেল্পলাইন ১০০ নিয়ে নানা প্রত্যাশার কথা জানান, ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্র, কমিশনার ইঞ্জিনিয়ার একেএম শহীদুজ্জামান; ডিরেক্টর জেনারেল (এসএস ডিভিশন) ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনেক্সের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে টেলিকমিউনিকেশন রেগুলেটরদের যোগাযোগ নিশ্চিত করতে হেল্পলাইন ১০০ একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। দেশে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং নতুন প্রযুক্তির সঙ্গে গ্রাহকের প্রাঞ্জল অভিজ্ঞতা নিশ্চিতকরণে শুরু থেকেই কাজ করে আসছে জেনেক্স ইনফোসিস। বিটিআরসির সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে ডিজিটাল সার্ভিস দিতে বিটিআরসির সঙ্গে আমরা আরো কাজ করতে চাই।